৪ দিন পর খুলে দেওয়া হলো সিলেট-ঢাকা মহাসড়ক
একুশে জার্নাল ডটকম
জুলাই ০৭ ২০২০, ২৩:৪৯

চলতি মাসের ৩ তারিখ থেকে আজ মঙ্গলবার (৭ জুলাই) ভোর ৫টা পর্যন্ত বন্ধ ছিল সিলেট-ঢাকামহাসড়ক । ৪ দিন বন্ধ থাকার পর আজ ভোর ৬ টায় থেকে খুলে দেওয়া হলো ঢাকা-সিলেট মহাসড়ক।
মহাসড়কের শেরপুর ও কাগজপুর সেতুতে জরুরী মেরামত কাজের জন্য ৩ তারিখ থেকে সব ধরণের যান চলাচল বন্ধ ছিলো।
সড়ক ও জনপদ বিভাগ সিলেটের নির্বাহী প্রকৌশলী রিতেশ বড়ুয়া জানান, সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরের ১৯২ তম কিলোমিটারের শেরপুর সেতু ও ১৯৭ তম কিলোমিটারের কাগজপুর সেতুর ক্ষতিগ্রস্ত ডেকস্ল্যাব মেরামতের কাজের জন্য মহাসড়ক বন্ধ রাখা হয়েছিল ।