৩ ফুট পানির নিচে তলিয়ে আছে সুন্দরবন, বাগেরহাটের ৩টি গ্রাম প্লাবিত
একুশে জার্নাল ডটকম
মে ২১ ২০২০, ০১:২৪
নূরুজ্জামান সরকার নীহার বকুল;
বন বিভাগের সর্বশেষ খবর থেকে যানা গেলো ঝর শুরু হবার আগেই তলিয়ে গেছে সুন্দরবন সহ আশেপাশের কিছু গ্রাম। দীর্ঘ ৩ ফুট নিচে তলিয়ে আছে এই রয়েলবেঙ্গল ক্ষেত বনভূমি। শরণখোলা উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের পুরাতন বেড়িবাঁধ সহ ১৫০টি পরিবারের বাড়ি-ঘর তলিয়ে গেছে এই পানির উত্তালতায়।
পানি উপচে সড়কের উপর দিয়ে বাগেরহাট সদরের রহিমাবাদ ও চাপাতলা গ্রামের ১৫০ পরিবারকে পানিবন্দি করে ফেলছে। সারাদিন গুমোট ভাব এবং ভারি বর্ষণ আতংকিত করে রেখেছে সাধারণ মানুষকে।
বাগেরহাটের সুন্দরবন সন্নিহিত উপজেলা শরনখোলা, মোরেলগঞ্জ, মোংলা ও রামপাল উপজেলার আতংকিত সাধারণ মানুষ দুপুরের পর থেকে উঠতে শুরু করেছে। জেলা কন্টোল রুমের সর্বশেষ হিসেবে বিকাল পর্যন্ত জেলার ১ হাজার ৩১টি আশ্রয় কেন্দ্রে ২ লাখ ৮০ হাজার মানুষ ও ২০ হাজার গবাদী পশু আশ্রয় নিয়েছে।
সুপার সাইক্লোন আম্ফান বাগেরহাটের দিকে যতোই এগিয়ে আসছে ঝড়ো হাওয়ার তিব্রতা ততোই বাড়ছে। নদ-নদীর পানি ফুঁসে উঠেছে। মোংলা বন্দর কর্তৃপক্ষ বন্দরে এলার্ট- ৪ জারি করে বন্দরে অবস্থানরত ১০টি জাহাজকে বন্দরের মূল চ্যানেল থেকে সরিয়ে হারবাড়ীয়া পয়েন্টে নিরাপদে আশ্রয়ে রাখা হয়েছে। উদ্ধার তৎপরতা কাজে ত্রান সামগ্রী নিয়ে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের ৮টি যুদ্ধ জাহাজ মোংলা বন্দর জেটিতে অবস্থান নিয়েছে