৩ নং পশ্চিম পৈলনপুর ইউ’পি “ইয়ূথ উলামা ফোরামের” মাস্ক ও গ্লাভস বিতরণ
একুশে জার্নাল
এপ্রিল ০১ ২০২০, ১৮:২০

একুশে জার্নাল ডেস্ক: অদ্য ১ এপ্রিল ২০২০ ইংরেজি রোজ বুধবার ওসমানীনগর উপজেলাধীন ৩নং পশ্চিম পৈলনপুর ইউনিয়ণ “ইয়ূথ উলামা ফোরাম” কর্তৃক কোভিড-১৯ ভাইরাস থেকে বেচেঁ থাকার জন্য জনসচেতনতার লক্ষ্যে স্থানীয় বড় হাজীপুর বাজার, গলমুকাপন, কলঘর বাজার, কিয়ামপুর, কাগজপুর ও বেগমপুর বাজারের উপস্থিত ব্যবসায়ী, পথচারী সহ সর্ব সাধারনদের মাঝে মাস্ক, গ্লাভস বিতরণ করা হয়। এতে অংশ গ্রহন করেন মাওলানা হাফিজ শাহ মাহবুব আলম, মুফতী আব্দুল বাতীন কাশেমী (বিজু), মাও.শামিম আলম সোহাগ, মাও. লুতফুর রহমান জুনাইদ, সাইফুদ্দীন মাজমুন, সাইফুল আলম,ববদরুল আলম, মোজ্জামীল আহমদ ও মুজাক্কির আহমেদ নাজু প্রমুখ।