৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরীর ছাত্র সমাবেশ অনুষ্ঠিত
একুশে জার্নাল ডটকম
ফেব্রুয়ারি ০১ ২০২৫, ১৬:৫২

শুক্রবার (৩১জানুয়ারী) বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের ৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগরীর উদ্যেগে নগরীর দরগাগেইস্থ শহীদ সোলেমান হলে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি মো: মিজানুর রহমান এর সভাপতিত্বে ছাত্র সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ জয়নুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ জয়নুল ইসলাম বলেন, ইসলামী ছাত্র মজলিসের লক্ষ্য হচ্ছে আল্লাহ এবং রাসূলের হুকুম মেনে কোরআনের বিধান মোতাবেক ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা। উদ্দেশ্য হচ্ছে ইহকালীন কল্যাণ ও পরকালের মুক্তির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা।
তিনি আরও বলেন, শিক্ষার্থীরা জাতির আগামীর কর্ণধার। তারা যদি সঠিক নেতৃত্বে এগিয়ে আসে তাহলে দেশের পরিবর্তন নিশ্চিত হবে। আমাদের সংগ্রাম হচ্ছে যে কোন অন্যায়ের বিরুদ্ধে যেখানে ছাত্রদের দায়িত্ব হলো ন্যায় ও সততার পতাকা উঁচু করে রাখা।
বাংলাদেশের পরিবর্তন তরুণদের হাতে। শিক্ষার্থীদের উচিত তাদের সময়, জ্ঞান ও যোগ্যতা দেশের কল্যাণে ব্যয় করা। আমাদের লক্ষ্য হলো একটি ন্যয়ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এই পরিবর্তনে ছাত্রসমাজই জাতিকে পথ দেখাতে পারে।
ইসলামী ছাত্র মজলিস সহ অন্যান্য ছাত্র জনতা ফ্যাসিস্ট সরকার ও তার দোসরদের পতন ঘটিয়েছে, এদেশ থেকে বিতারিত করেছে। যদি নতুন করে পুনরায় কোনো গোষ্ঠী চক্রান্ত করে, ভবিষ্যতে আর কোনো ফ্যাসিস্ট সরকার এদেশে মাথাচাড়া দিয়ে ওঠে, তাহলে আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবো ইনশাআল্লাহ।
মহানগর সেক্রেটারি মুহিবুর রহমান রায়হান এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সাবেক কেন্দ্রীয় সভাপতি প্রভাষক আব্দুল করিম,খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, সাবেক কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ শাহীন, সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট- ময়মনসিংহ জোন তত্ত্বাবধায়ক সাইফুল ইসলাম জলিল, সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি লিটন আহমদ জুম্মান, খেলাফত মজলিস সিলেট মহানগর সহ -সভাপতি মাওলানা আব্দুল হান্নান তাপাদার,ডা: ফয়জুল হক সাবেক শাবিপ্রবি শাখার সভাপতি খসরুল আলম, সংগঠনের সিলেট পূর্ব জেলা সভাপতি সালমান আহমদ,সাবেক পূর্ব জেলা সভাপতি মাওলানা মুজিবুর রহমান খান, সিলেট মহানগর সাবেক সেক্রেটারি মোস্তফা আহমদ সোহান, শাবিপ্রবি সেক্রেটারি জুনায়েদ আহমদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর প্রশিক্ষণ সম্পাদক সাজিদুর রহমান,বায়তুলমাল ও ছাত্রকল্যাণ সম্পাদক খালেদ আহমদ, অফিস প্রচার সম্পাদক আব্দুল মুকিত, প্রকাশনা ও পাঠাগার সম্পাদক জুয়েল আহমদ, সাবেক ভার্থখলা জামেয়া সভাপতি মাওলানা আব্দুল হামিদ,সাবেক জকিগঞ্জ উপজেলা সভাপতি খালেদ আহমদ, এমসি কলেজ সভাপতি আব্দুল বাসিত ,এমসি সেক্রেটারি আহমদ সালমান, শাহজালাল রহ: জোন সভাপতি জিয়াউর রহমান আল-মুমিন, দক্ষিণ সুরমা পশ্চিম থানা সভাপতি আব্দুল ওয়াদুদ, স্কুল বিভাগ সভাপতি মাহমুদ সিদ্দিকী, জালালাবাদ থানা সভাপতি ইশমাম আহমদ প্রমুখ।