৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইসলামী ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলার উদ্যোগে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ফেব্রুয়ারি ০১ ২০২৫, ১০:১২

শুক্রবার (৩১ জানুয়ারী) সকাল ৯.৩০ মিনিটে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের ৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে সুনামগঞ্জ প্রেসক্লাবে এক ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জেলা সভাপতি এনামুল হক আলীর সভাপতিত্বে ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইসলামী ছাত্র মজলিসের লক্ষ্য হচ্ছে আল্লাহ হুকুম ও কোরআনের আইন অনুযায়ী ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা। উদ্দেশ্য হচ্ছে পরকালের মুক্তি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। এই কাজের সাথে, এই সংগ্রামের সাথে হাতে হাত রেখে ন্যায় ও সত্যের পথে এগিয়ে আসার জন্য সবাইকে তিনি তার বক্তব্যে আহ্বান জানান।

তিনি আরও বলেন, ইসলামী ছাত্র মজলিসসহ অন্যান্য ছাত্র জনতা ফ্যাসিস্ট সরকার ও তার দোসরদের পতন ঘটিয়েছে এবং শেখ হাসিনাকে এদেশ থেকে বিতাড়িত করেছ। আমরা এদেশে সুষ্ঠু রাজনীতির স্বার্থে ভবিষ্যতে আর যদি কোনো ফ্যাসিস্ট সরকার এদেশে মাথাচাড়া দিয়ে ওঠে, তাহলে আমরা ঐক্যবদ্ধভাবে তাদেরও মোকাবেলা করবো ইনশাআল্লাহ।

অনুষ্ঠিত ছাত্র সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুল হান্নান।

জেলা সেক্রেটারি জুবায়ের নাবিলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক ও খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সহ সভাপতি সাখাওয়াত হোসেন মোহন সাবেক কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আলমগীর হোসাইন ,সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও খেলাফত মজলিস সিলেট জেলা সহ সভাপতি প্রভাষক ফজর আলী, ছাত্র মজলিস ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা সাবপক সভাপতি, মাওলানা সদরুল আমীন, সিলেট পশ্চিম জেলা সভাপতি আব্দুর রহমান, খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা সহ সাধারণ সম্পাদক মাওলানা নুরুল ইসলাম, সাবেক জেলা সভাপতি আখতার হোসেন আতিক,হাটহাজারী মাদ্রাসা শাখার সাবেক সভাপতি মুফতি শফি কামরান, খেলাফত মজলিস জামালগঞ্জ উপজেলা সভাপতি মাওঃআলী আকবর, ছাত্র মজলিস ছাতক দক্ষিণের সভাপতি মোবারক হোসাইন,উত্তরের সভাপতি আলী আজমান,দোয়ারা দক্ষিণ সভাপতি হাবিবুর রহমান, দোয়ারাবাজার উপজেলা উত্তর সভাপতি ইমদ উদ্দিন, জামালগঞ্জ উপজেলা সভাপতি রায়হান আহমদ প্রমুখ।