৩০ তারিখ নৌকা ডুবে যাবে: জাফরুল্লাহ
একুশে জার্নাল
ডিসেম্বর ০৮ ২০১৮, ০২:২৪
আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে নৌকা ডুবে যাবে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।
৭ ডিসেম্বর, শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে জাতীয়তাবাদী চালক দল আয়োজিত আলোচনা সভায় জাফরুল্লাহ এ মন্তব্য করেন।
জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘প্রত্যেক ভোটকেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতির ফলে আসন্ন ৩০ ডিসেম্বরের জাতীয় নির্বাচন নিয়ন্ত্রণে সরকারের কোনো পরিকল্পনা কাজে আসবে না। আপনারা (সরকার) নির্বাচন নিয়ন্ত্রণে রাখতে যত পরিকল্পনা করেছেন, তা নির্বাচনের দিন সকাল থেকে ভোটারদের ব্যাপক উপস্থিতিতে ব্যর্থ হয়ে যাবে…। ৩০ ডিসেম্বর সরকারের নৌকা (আওয়ামী লীগের নির্বাচনি প্রতীক) ডুবে যাবে।’
জাতীয় নির্বাচনের পর ন্যায়বিচারের মাধ্যমে খালেদা জিয়া মুক্তি পাবেন আশা করে জাফরুল্লাহ বলেন, ‘তবে ন্যায়বিচারের মাধ্যমেই তাকে (খালেদা) মুক্ত করা হবে, কারো ক্ষমায় নয়।’
বিএনপিসহ বিভিন্ন দল নিয়ে গড়া ডা. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের জয় সুনিশ্চিত বলেও মন্তব্য করেন জাফরুল্লাহ।
জোটের নেতাকর্মীদের উদ্দেশে ঐক্যফ্রন্টের এই নেতা বলেন, ‘সকল বাধা উপক্ষে করে সাহস দেখিয়ে খুব সকাল থেকেই প্রতিটা ভোটকেন্দ্র যান, যাতে ভোটারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন।’
যেকোনো পরিস্থিতিই তৈরি হোক না কেন বিএনপি এবং ঐক্যফ্রন্ট নেতাদের নির্বাচন থেকে সরে না যাওয়ার পরামর্শ দেন তিনি।