৩০ জুলাই ছাত্র অধিকার ১৭ সেপ্টেম্বর যুব অধিকার পরিষদের কমিটি গঠন: নূর
একুশে জার্নাল ডটকম
জুলাই ০৫ ২০২১, ০০:৩১

ইলিয়াস সারোয়ার: আগামী ৩০ জুলাইয়ের মধ্যে গণতান্ত্রিক পদ্ধতিতে ছাত্র অধিকার পরিষদের নতুন নেতৃত্ব বাছাই তথা কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নূরুল হক নূর।
তিনি আরও জানিয়েছেন, আগামি ১৭ ই সেপ্টেম্বর যুব অধিকার পরিষদের কাউন্সিলের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব বাছাই করা হবে এবং এই সময়ের মধ্যেই নতুন রাজনৈতিক দলের ঘোষণা হবে।
রবিবার রাত এগারোটার পর প্রায় ৯ লাখ লাইক পাওয়া তার নিজ পেইজ থেকে লাইভে এসে এসব কথা বলেন।
তিনি বলেন, নতুন এই রাজনৈতিক দলে সর্বস্তরের মানুষ সম্পৃক্ত থাকবেন। এতে শুধু ছাত্র তরুণ যুবকরাই না, বরং সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের প্রতিনিধিত্ব আপনারা দেখতে পাবেন। মসজিদের ইমাম-মুয়াজ্জিন থেকে শুরু করে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, সাবেক আমলা বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের আপনারা দেখতে পাবেন।
তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য চলমান ঘুনে ধরা সমাজব্যবস্থায় একটা আঘাত করা। যা বঙ্গবন্ধু করতে চেয়েছিলেন কিন্তু তিনি পারেননি। আমরা এই আঘাতের মাধ্যমে বাংলাদেশের সমাজব্যবস্থায় একটা ইতিবাচক পরিবর্তন আনতে চাই। হানাহানি মারামারি খুনোখুনি দুর্নীতি লুটপাটের এই রাজনীতির বিপরীতে একটা শান্তি সম্প্রীতি ও সহনশীলতার রাজনীতি এই জাতিকে উপহার দিতে চাই। কাজ করতে গেলে আমাদের ভুল ভ্রান্তি হবে, সেগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।