৩০ জানুয়ারী সিলেট জেলা ও মহানগর ছাত্র মজলিসের কর্মী সম্মেলন
একুশে জার্নাল ডটকম
জানুয়ারি ২৮ ২০২০, ১২:৪৮
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ৩০ জানুয়ারী বৃহস্পতিবার সিলেট মহানগর ও জেলা শাখার যৌথ উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে।
দুপুর ১২টা থেকে সিলেট নগরীর কবি নজরুল অডিটোরিয়ামে সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি আফজাল হুসাইন কামিলের সভাপতিত্বে এ কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খেলাফত মজলিসের সম্মানিত আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মনসুরুল আলম মনসুর।
সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট পূর্ব জেলা সভাপতি মুহাম্মদ জারির হুসাইন জানান, কর্মী সম্মেলনকে কেন্দ্র করে ইতিমধ্যে নগর ও জেলার প্রতিটি উপশাখায় সংগঠনের প্রাক্তন জনশক্তি ও বিশিষ্ট ব্যাক্তিদের সাথে মতবিনিময় সভা করা হয়েছে। প্রচারণার অংশ হিসেবে দেওয়াল রাইটিং ও পোস্টারিং কাজও শেষ করা হয়েছে। সম্মেলনের আগে উপশাখা গুলোতে প্রচার মিছিল করা হবে বলেও জানিয়েছেন তিনি।
তিনি বলেন, কর্মী সম্মেলনকে কেন্দ্র করে তৃনমূল পর্যায়ে বর্তমান ও প্রাক্তন জনশক্তিদের মাঝে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে। সংগঠনের জনশক্তি ব্যতীত সাধারণ ছাত্র সমাজ ও বিশিষ্ট ব্যাক্তিবর্গের কাছেও সম্মেলনের দাওয়াত প্রদান অব্যাহত রয়েছে। সম্মেলনে ব্যাপক লোকসমাগম হবে বলে তিনি আশাবাদী।
তিনি আরো বলেন, জাহিলিয়াতপূর্ণ এ সমাজ ও অস্থিতিশীল শিক্ষাব্যবস্থায় ৩০ জানুয়ারীর এই কর্মী সম্মেলনে ছাত্র সমাজের সমস্যা সমাধানে করনীয়, দেশীয় ও আন্তর্জাতিক অস্থিতিশীল পরিস্থিতি, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, বিশ্বে মুসলিম নির্যাতন সহ বিভিন্ন বিষয়ে জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখবেন।
উক্ত কর্মী সম্মেলন সফলের জন্য সংগঠনের বর্তমান ও প্রাক্তন জনশক্তি, সাধারণ ছাত্র জনতা, সাংবাদিক ও আইনশৃঙ্খলা ব্যাক্তিবর্গের সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করেন তিনি।