৩য় বর্ষে পদার্পণ উপলক্ষে বিডি আর্তসেবা ফাউন্ডেশনের সম্মিলিত রক্তদান কর্মসূচি

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুলাই ২৭ ২০১৯, ১৮:৪৭

আবু মুহাম্মাদ জুনাইদ:  ঢাকা মেডিকেল ও বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি হসপিটালে সংগঠনের ত্রিশোর্ধ সদস্যের অংশগ্রহণে এই কর্মসূচিটি বাস্তবায়িত হয়।

‘মানবতার আহবানে আর্তের কল্যাণে’ এই স্লোগানকে ধারণ করে ২ বছর পূর্বে এক ঝাঁক কওমি তরুণদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিলো ‘বিডি আর্তসেবা ফাউন্ডেশন’

প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি আর্ত মানবতার সেবায় বিরামহীন কাজ করে যাচ্ছে। স্বেচ্ছায় রক্তদান ছাড়াও সংগঠনের উল্লেখযোগ্য কার্যক্রমগুলো হলো দুস্থ ও ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝে ত্রাণ বিতরণ, সুবিধা বঞ্চিত পথ শিশুদের নিরক্ষরতা দূরিকরণে পুষ্পমেলা ইশকুল প্রতিষ্ঠা, গরীব ও অসহায় মানুষের মাঝে ঈদবস্ত্র বিতরণ, বেওয়ারিশ ও সম্বলহীন মানুষের লাশ কাফন দাফনের ব্যবস্থাকরণ ও ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন। তবে যে কর্মসূচিটির মাধ্যমে সংগঠনটি মানুষের হৃদয়ে বিশেষভাবে স্থান করে নিয়েছে তা হলো, রাত জেগে রাজধানীর ফুটপাত জুড়ে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ।

এব্যাপারে সংগঠনের সাধারণ সম্পাদক জুনায়েদ আহসানকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, প্রকৃত অর্থেই যারা দুস্থ আমরা তাদের কাছেই পৌঁছে যাওয়ার চেষ্টা করেছি। তাই কোনো সভা সমাবেশের বদলে আমরা এরকম পদক্ষেপ গ্রহণ করে থাকি। শুধু তাই নয় আমরা প্রতিনিয়ত আর্ত মানবতার সেবায় দেশব্যাপী কার্যকর চালিয়ে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আজকের এই সম্মিলিত রক্তদান কর্মসূচি, আমরা বিশ্বাস করি এর মাধ্যমে রোগীদের সেবার পাশাপাশি অন্যরাও রক্তদানে উৎসাহিত হবে। আশাকরি তরুণ সমাজ এভাবে এগিয়ে এলে একটি সুখী, সমৃদ্ধ, মানবিক ও সুন্দর পৃথিবী উপহার দেয়া সম্ভব।

উল্লেখ্য সংগঠনের কাজকে আরও শৃঙ্খলবদ্ধ ও বেগবান করতে আগামী ২রা আগষ্ট পুরাণা পল্টনে অবস্থিত বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩য় বর্ষে পদার্পণ উৎসব। এতে অংশ নেবেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত অর্ধশত স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ।