৩নং পশ্চিম পৈলনপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের ইফতার মাহফিল অনুষ্ঠিত
একুশে জার্নাল
মার্চ ২৩ ২০২৫, ১৮:৫৯

একুশে জার্নাল ডেস্ক: ওসমানীনগর উপজেলার ৩নং পশ্চিম পৈলনপুর ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল,অঙ্গ ও অসহযোগী সংগঠনের উদ্যোগে গত ২১ মার্চ শুক্রবার ওসমানীনগর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় ইফতার ও দোয়া মাহফিল। উক্ত অনুষ্ঠানে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি এম ইলিয়াস আলী’র সহধর্মিণী বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্মানিত উপদেষ্টা ও বিশ্বনাথ ওসমানীনগর এর আগামী দিনের ধানের শীষের কান্ডারী তাহসিনা রুশদী লুনা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ওসমানীনগর উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মঈনুল হক চৌধুরী,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি ও দয়ামীর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান এস.টি.এম ফখর উদ্দিন,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন, ওসমানীনগর উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিসবা সহ ওসমানীনগর উপজেলা ও আটটি ইউনিয়ন থেকে আগত বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ।
সভার শেষে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত পরিচালনা করেন গলমুকাপন জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জালাল উদ্দীন