২৯ লক্ষ টাকার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক
একুশে জার্নাল ডটকম
নভেম্বর ১১ ২০২০, ১৮:৫৮
কায়সার হামিদ মানিক, স্টাফ রিপোর্টার,কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া বালুখালী কাস্টমস চেকপোষ্ট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার ৭৪০ (পাঁচ হাজার সাতশত চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র্যাব-১৫। এসময় দুইজন রোহিঙ্গাকে আটক করা হয়।
আটকরা হলেন, বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের মো. ওসমানের ছেলে মো. জুনায়েদ (২৩) ও একই ক্যাম্পের মৃত জিয়াউল হোসেনের ছেলে মো. এহসান (১৯)।
বুধবার (১১ নভেম্বর) বিকালে র্যাব-১৫ এর সহকারি পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এক মেইল বার্তায় এই তথ্য জানিয়েছে।
র্যাব জানান, বালুখালী কাস্টমস চেকপোষ্ট সংলগ্ন এলাকায় রাস্তার উপর ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে একদল মাদক কারবারি অবস্থান করছে; এমন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর একটি চৌকশ আভিযানিক দল মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে অভিযান চালায়। এসময় র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় মো. জুনায়েদ ও মো. এহসানকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশী করে সর্বমোট ৫,৭৪০ (পাঁচ হাজার সাতশত চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে স্বীকার করে, তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবত টেকনাফের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে। উদ্ধারকৃত মাদকের (ইয়াবা) মূল্য আনুমানিক ২৮ লক্ষ ৭০ হাজার টাকা বলে জানান র্যাব।