২৮ সেপ্টেম্বর ইত্তেফাকুল ওয়ায়েজীন বাংলাদেশ এর ওয়ায়েজীন ও খতিবদের করণীয় শীর্ষক কর্মশালা
একুশে জার্নাল ডটকম
সেপ্টেম্বর ২০ ২০১৯, ০৭:৩৩

বিশেষ প্রতিনিধি : আগামি ২৮সেপ্টেম্বর ইত্তেফাকুল ওয়ায়েজীন বাংলাদেশ কর্তৃক আয়োজিত খতিব ওয়ায়েজ ও দায়ী উলামায়ে কেরামের করণীয় শীর্ষক কর্মশালা উপলক্ষে, নেতা-কর্মীদের মাঝে বিপুল উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। সম্মেলনে অংশ নিতে সংগঠনের জেলা পর্যায়ের নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি গ্রহন করছেন।
উল্লেখ্য, ইত্তেফাকুল ওয়ায়েজীন বাংলাদেশ ২০১৮ সালের ২৪ আগস্ট, যখন ওয়াজের ময়দান কে নিয়ে, বাতিল পন্থীরা ষড়যন্ত্রের জাল বুনছে।দিনের এই মহান ক্ষেত্রটিকে সংকুচিত করার অপচেষ্টা চালাচ্ছে।এক্ষেত্রে ওয়ায়েজীন হযরত গণ, ইনফেরাদি থাকায়, তারা সুযোগ পাচ্ছে।তাই ঐক্যবদ্ধ প্লাটফর্ম, তৈরি নিমিত্তে, সময়ের দাবি পূরণে, এক যুগান্তকারী উদ্যোগ নিয়ে, প্রতিষ্ঠা করেন,হবিগঞ্জ জেলার চিন্তক আলেমেদ্বীন, সংগঠক,মাওলানা ইসমাইল হোসেন সিরাজী।
প্রতিষ্ঠাকালীন সময়ে অনলাইন ভিত্তিক থাকলেও প্রতিষ্ঠার পর থেকে, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, বক্তাদের স্বতঃস্ফূর্ত সাড়া দেয়ায়।কুমিল্লা জেলার ঢাকায় অবস্থানরত, মুফতি ওমর ফারুক যুক্তিবাদীর সাথে, দফায় দফায়, মিলিত হয়ে, কিভাবে বক্তাদের একটি প্ল্যাটফর্ম দাঁড় করানো যায়, শলা পরামর্শ করেন মাওলানা ইসমাইল হোসেন সিরাজী।এই অনলাইন ভিত্তিক প্লাটফর্মে, সারাদেশের বক্তাদের, আশাতিত যোগ হওয়ায়। প্ল্যাটফর্মটি পরিচালনার জন্য সাংগঠনিক রূপ দিতে একটি কমিটি গঠন করার প্রয়োজন পড়ে।
প্রতিষ্ঠাকালীন অহ্বায়কের ভূমিকা পালন করেন, মুফতি ওমর ফারুক যুক্তিবাদী এবং সদস্য সচিব হিসেবে,মাওলানা ইসমাইল হোসেন সিরাজী। পরবর্তীতে যুগ্ম আহবায়ক, মনোনিত হন,নরসিংদী জেলার, মাওলানা ইউসুফ বিন এনাম শিবপুরী। এই তিনজন মিলে, সারাদেশে প্রতিটি জেলায় জেলায়, আহ্বায়ক কমিটি করতে থাকেন।
পরবর্তীতে ২০১৮সালের ১লা জুলাই, ঢাকাস্থ ফটোজার্নালিস্ট এসোসিয়েশনে,সংগঠনটি জাতীয় কাউন্সিলের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে, এপর্যন্ত প্রায় ৩৬ টি পুর্নাঙ্গ কমিটি গঠন করতে সক্ষম হয়।
মুফতি ওমর ফারুক যুক্তিবাদী বর্তমান সভাপতি মাওলানা ইসমাইল হোসেন সিরাজী নির্বাহী সভাপতি ও মাওলানা ইউসুফ বিন এনাম শিবপুরী মহাসচিব হিসাবে দায়িত্বরত আছেন।
২০১৮ সালের ১ লা জুলাই ইত্তেফাকুল ওয়ায়েজীন বাংলাদেশের জাতীয় সম্মেলনে, তারা সংগঠনটির নেতৃত্বে আসেন চলতি বছরের, জুন মাসে সংগঠনটি জাতীয় কনভেনশনের মাধ্যমে, এর সার্বিক পরিচালনার দায়িত্ব ভার দেয়া হয় আল্লামা মামুনুল হক ও আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী’ এর হাতে। সম্প্রতি, তাদের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় কর্মশালা, তা বাস্তবায়নের জন্য গঠন করা হয়েছে, কর্মশালা বাস্তবায়ন কমিটি।
আগামী ২৮ সেপ্টেম্বর শনিবার রাজধানীর প্রেস ক্লাবের বিপরীত দিকে তোপখানা রোডস্থ বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) মিলনায়তনে, কর্মশালায়, যোগ্য অভিজ্ঞ আন্তর্জাতিক ওলামা-মাশায়েখ তরবিয়ত ই বক্তব্য রাখবেন, আপনি আমন্ত্রিত।
কেন্দ্রীয়ভাবে প্রোগ্রামটি সফল করার জন্য চলছে ব্যাপক প্রস্তুতি।