২৬ ফেব্রুয়ারী হাটহাজারীতে ইমাম-খতীব পরিষদের বি‌ক্ষোভ মি‌ছিল

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ফেব্রুয়ারি ২৬ ২০২০, ০০:৪৩

হাবীব আনওয়ার 

ভ্রান্ত সাদপন্থী এতায়াতী চট্টগ্রাম এর লিডার আব্দুল হালীম গং এর দোসর আব্দুল্লাহ আল মামুন কর্তৃক হাটহাজারী মাদরাসার ছাত্র‌, চট্টগ্রাম বিশ্ব‌বিদ্যালয় ১নং গেটস্থ মামুন সেন্টার মস‌জি‌দের ইমাম ও খতীব মাওলানা মুহিব্বুল্লাহকে বেধড়ক মারধরের প্র‌তিবা‌দ ও আব্দুল্লাহ আল মামুন এর দৃষ্টান্তমূলক বিচা‌রের দাবী‌তে আগামীকাল ২৬ ফেব্রুয়ারি বুধবার বিকাল ৪টায় হাটহাজারী ডাকবাং‌লো চত্বরে এক বিক্ষোভ মি‌ছিল অনুষ্ঠিত হবে।

ইমাম খতীব প‌রিষদ হাটহাজারী উপ‌জেলার আহবায়ক মাওলানা মুহাম্মদ অনুষ্ঠিত বিক্ষোভে যোগ দিয়ে ভ্রান্ত সাদপন্থীদের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।