২৬ ফেব্রুয়ারি ১ কোটি টিকা দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ফেব্রুয়ারি ২২ ২০২২, ১৪:১৬

আগামী ২৬ ফেব্রুয়ারি ১ কোটি টিকা দেয়া হবে। যারা নেননি তাদের নেয়ার আহবান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরে অনুষ্ঠিত ২৬ ফেব্রুয়ারি ২০২২, সারাদেশে কোভিড ভ্যাকসিন প্রদান কর্মসূচি ‘একদিনে এক কোটি’ বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২৬ ফেব্রুয়ারি দেশব্যাপী টিকাদান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সবাইকে আহবান করব টিকা নেওয়ার। আমরা সবাইকে টিকা দেব। এরপর থেকে দ্বিতীয় ডোজ ও বুস্টার ডোজের কার্যক্রম নিয়ে ব্যস্ত থাকব। তবে সাময়িকভাবে প্রথম ডোজে একটু দৃষ্টিপাত কম থাকলেও কার্যক্রম চলমান থাকবে।

গত ১৫ ফেব্রুয়ারি করোনা সংক্রমণ প্রতিরোধে শুরু হওয়া দেশে চলমান টিকা কর্মসূচিতে প্রথম ডোজ টিকা প্রয়োগ কার্যক্রম আগামী ২৬ ফেব্রুয়ারি শেষ হবে বলে জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।