২৪ ডিসেম্বর থেকে সেনা মোতায়েন -ইসি
একুশে জার্নাল
ডিসেম্বর ১৩ ২০১৮, ১৬:৫৩

ভোটের আগে পরে মিলে মোট চার দিন মাঠে থাকবে পুলিশ। পাশাপাশি আনসার সদস্যরা পাঁচ দিন আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করবে।
আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৪ ডিসেম্বর থেকে সেনাবাহিনী মোতায়েনের অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন মিলনায়তনে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর সভায় এ নিয়ে আলোচনা করা হয়।
সভায় সেনাসদস্যদের নিজ নিজ এলাকায় ১ জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালনের অনুরোধ জানানো হয়। এ ছাড়া নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পরিচালনার দায়িত্বে থাকবে সেনাবাহিনী। তবে ইভিএম ভোটকেন্দ্রের মধ্যে তারা কোনো ধরনের অস্ত্র বহন করতে পারবে না।
পাশাপাশি রিটার্নিং কর্মকর্তাদের অনুমতি ছাড়া সেনাবাহিনী ভোট প্রদান বা গণনা কক্ষের দায়িত্ব নিতে পারবে না। সেনাবাহিনীর পাশাপাশি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্ট গার্ড ও নৌবাহিনী আইনশৃঙ্খলা রক্ষার কাজে মাঠে থাকবে।
মহানগর এলাকাগুলোতে সাধারণ ভোটকেন্দ্রগুলোতে তিন থেকে পাঁচজন এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে চার থেকে ছয়জন অস্ত্রধারী সদস্যসহ মোট ১৬ জন সশস্ত্র বাহিনীর সদস্য মোতায়েনের বিষয়ে আজকে সভায় আলোচনা করা হয়।
মহানগরের বাইরে সাধারণ ভোটকেন্দ্রগুলোতে দুই থেকে তিনজন এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে তিন থেকে চারজন অস্ত্রধারী সদস্যসহ মোট ১৪ জন সশস্ত্র বাহিনীর সদস্য মোতায়েনের প্রস্তাব করা হয়।
ভোটের আগে পরে মিলে মোট চার দিন মাঠে থাকবে পুলিশ। পাশাপাশি আনসার সদস্যরা পাঁচ দিন আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করবে।
এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা জানান, নির্বাচনের ৯৫ শতাংশ প্রস্তুতি শেষ হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশ, র্যাব, বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সব জেলা পুলিশ সুপার (এসপি) ও রিটার্নিং কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।