২৪ ঘন্টার মধ্যে শৃঙ্খলা ফিরলো শ্রীমঙ্গল রেলস্টেশন এর পার্কিং ব্যবস্থায়

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

আগস্ট ৩১ ২০১৯, ১৬:৫৮

এহসান বিন মুজাহির

মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের সামনে যত্রতত্র পার্কিং করে রাখা গাড়িগুলোকে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে অভিযান পরিচালনা করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) আশরাফুজ্জামানের নেতৃত্বে রেলওয়ে স্টেশন চত্বরে গতকাল দিনব্যাপি অভিযান পরিচালনা করা হয়। এসময় শ্রীমঙ্গল থানার পুলিশ ও ট্রাফিক বিভাগের কয়েকজন পুলিশ সদস্য এ অভিযান পরিচালনা অংশগ্রহণ করেন।

অভিযান পরিচালনাকালে যত্রতত্র পার্কিং করে রাখা গাড়িগুলোকে পার্কিং এর জন্য নির্ধারিত জায়গায় গাড়ি পার্কিং করতে চালকদেরকে নির্দেশ প্রদান করা হয় এবং সেখানে গাড়িগুলোর রাখার ব্যবস্থাও করেন তারা৷ এছাড়া গাড়িগুলোকে স্টেশন চত্বরে প্রবেশ ও বাহির হওয়ার জন্য দুটি রাস্তা নির্ধারণ করে দেন।

এ ব্যাপারে সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) আশরাফুজ্জামান বলেন, পুলিশ সুপার মহোদয়ের উপস্থিতিতে শ্রীমঙ্গলের পর্যটনের সমস্যা এ সম্ভবনার বিষয় নিয়ে একটি মতবিনিময় সভা হয়। সেই সভায় স্টেশন চত্বরে যত্রতত্র পার্কিং নিয়ে অনেকেইে অভিযোগ উত্থাপন করলে পুলিশ সুপার মহোদয় আমাদের নির্দেশ দেন বিষয়টি সুরাহা করি। সেই নির্দেশ পাওয়ার ২৪ ঘন্টার ভেতর আমরা শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের পার্কিং ব্যবস্থাকে একটা নিয়মের মধ্যে নিয়ে আসতে পেরেছি।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন দিয়ে নিয়মিত চলাচলকারী একাধিক যাত্রী জানান, পূর্বের অবস্থা ছিলে ভয়াবহ রকমের খারাপ, আগে স্টেশনের বাইরে পা দিলেই রিক্সা সিএনজির জ্যাম থাকতো পুলিশের আজকের অভিযান পর থেকে সবকিছু একটা নিয়মের মধ্যে এসেছে, স্টেশনের চত্বরটাও এখন সুন্দর দেখাচ্ছে।

এর আগে একটি মতবিনিময় সভায় বক্তাদের আবেদনের প্রেক্ষিতে মৌলভীবাজারের পুলিশ সুপার ফারুক আহমেদ শ্রীমঙ্গল থানাকে এ ব্যাপারে এ্যাকশন নেয়ার দেন, আর সেই নির্দেশের ২৪ ঘন্টা অতিক্রম করার আগেই পুলিশি এ্যাকশনে স্টেশনের পার্কিং ব্যবস্থায় ফিরেএসেছে।