২১ জুলাই শনিবার লীডসে বাংলাদেশ খেলাফত মজলিসের সীরাতুন্নবী সাঃ সম্মেলন
একুশে জার্নাল
জুলাই ২০ ২০১৮, ১৬:৫৫
একুশে জার্নাল: বাংলাদেশ খেলাফত মজলিস লীডস ও ব্রাডফোর্ড শাখার যৌথ উদ্যোগে আগামী ২১ জুলাই শনিবার সকাল ১১ টা থেকে দুপুর ৩টা পর্যন্ত যয়তুন ইনিষ্টিটিউট লীডস (229 Roundhay Road Leeds LS8 4HS) সীরাতুন্নবী সাঃ সম্মেলন এর আয়োজন করা হয়েছে।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর ও বিশ্ব নন্দিত মুফাসসিরে ক্বোরআন আল্লামা যুবায়ের আহমদ আনসারী।এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় ও যুক্তরাজ্য শাখার নেতৃবৃন্দ সহ স্থানীয় উলামার মাশায়েখ বক্তব্য রাখবেন।
এদিকে সীরাতুন্নবী সাঃ সম্মেলন সফলের লক্ষ্যে লীডস ও ব্রাডফোর্ড শাখার যৌথ দায়িত্বশীল বৈঠক ব্রাডফোর্ড শাখার সভাপতি মাওলানা আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের যুক্তরাজ্য শাখার সহ সাধারন সম্পাদক মুফতি ছালেহ আহমদ।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য শাখার নির্বাহী পরিষদের সদস্য মাওলানা মিছবাহুজ্জামান হেলালী,লীডস শাখার সভাপতি মাওলানা শায়েখ সৈয়দ মশহুদ হুসেন,সাধারণ সম্পাদক মাওলানা সাদিকুর রহমান,প্রমুখ।বৈঠক থেকে নেতৃবৃন্দ সীরাতুন্নবী সাঃ সম্মেলন সফল করতে সকলের প্রতি আহবান জানানো হয়।