১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল)
একুশে জার্নাল ডটকম
সেপ্টেম্বর ০৬ ২০২০, ১৯:৫৬

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) তবে বদল হল ম্যাচ শুরুর সময় ও ফাইনালের তারিখ।
রবিবার আইপিএল গভর্নিং বডির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে টুর্নামেন্টের ফাইনাল হবে ১০ নভেম্বর। ফাইনাল ম্যাচ হওয়ার কথা ছিল ৮ নভেম্বর। কিন্তু ম্যাচের সম্প্রচার সংস্থা স্টার স্পোর্টসের অনুরোধে ফাইনাল ম্যাচ ২ দিন পিছনো হয়েছে। সাধারণভাবে রবিবারই আইপিএলের ফাইনাল ম্যাচ রাখা হয়ে থাকে। তবে এবার ফাইনাল হবে মঙ্গলবার।
আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। সেটি হল এবার আইপিএলের বিকেলের ম্যাচ শুরু হবে সন্ধে সাড়ে সাতটায়। সাধারণভাবে আইপিএলের রাতের ম্যাচ শুরু হতো আটটায়।
করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এবার সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএল টুর্নামেন্ট সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ম্যাচ হওয়ার কথা রয়েছে দুবাই, আবু ধাবি, শারজায়। তবে কেন্দ্রের অনুমতি পাওয়ারও একটা ব্যাপার রয়েছে।