১৬ বছরের মেয়ের বিবাহ পড়ানোয় ইমাম সাহেব গ্রেফতার
একুশে জার্নাল
জানুয়ারি ২৯ ২০১৯, ১৫:২৩

একুশে জার্নাল: দিনাজপুরের বিরামপুরে মাদরাসা পড়ুয়া ১৬ বছর বয়সী এক ছাত্রীর বিয়ে পড়ানোর কারনে হাফেজ মোশারফ হোসেন নামের এক মসজিদের ইমাম সাহেবকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজমুন নাহার এই আদেশ দেন। দুপুরেই ওই ঈমাম সাহেবকে দিনাজপুর কারাগারে পাঠানো হয়।
হাফেজ মোশারফ হোসেন দিনাজপুরে জেলার ফুলবাড়ি উপজেলার মিরপুর গ্রামের মৃত তফিল উদ্দীনের ছেলে।
বিরামপুর থানার ওসি মনিরুজ্জান বলেন, উপজেলার কুন্দনগ্রামের মকলেছার রহমানের মাদরাসা পড়ুয়া মেয়ের (১৬) বাল্যবিয়ের খবর পেয়ে সহকারি কমিশনার (ভূমি) নাজমুন নাহার অভিযান চালান। পরে ছাত্রীকে বিয়ে পড়ানোর অভিযোগে আয়ড়া মসজিদের পেশ ঈমামকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।