১৬ নভেম্বর প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান রহ. স্মরণে প্রাক্তন ছাত্র পরিষদের আলোচনা সভার প্রস্তুতি বৈঠক সম্পন্ন

একুশে জার্নাল

একুশে জার্নাল

নভেম্বর ১৩ ২০১৮, ২২:০৩

আব্দুল কাদির: আগামী ১৬ নভেম্বর শুক্রবার প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান রাহ. স্মরণে জীবন ও কর্ম শীর্ষক আলোচনা ও দুআ মাহফিল সফলের লক্ষ্যে মঙ্গলবার বাদ মাগরিব জামেয়া মাদানিয়া কাজির বাজার মিলনায়তনে জামেয়ার প্রক্তন ছাত্র পরিষদের সভাপতি হাফিজ সৈয়দ মাওলানা শামীম আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পদক মাওলানা সিরাজুল ইসলাম সিরাজীর পরিচালনায় এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ১৬ নভেম্বরের মাহফিল সফলের লক্ষ্য বিভিন্ন বিষয়ে আলোচনা-পর্যালোচনা মাধ্যমে ব্যাপক প্রস্তুতি ও বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে আরো উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্র খতীব মাওলানা তাজুল ইসলাম, মাওলানা শাহ মমশাদ আহমদ, মাওলানা তাজুল ইসলাম হাসান, মাওলানা পীর আব্দুল জাব্বার, মাওলানা আব্দুল খালিক, মাওলানা সহল আল রাজি চৌধুরী, মাওলানা মাহফুজে এলাহী, মাওলানা আব্দুর রাহমান ইউসুফ, মাওলানা মুশফিকুর রহমান মামুন, হাফিজ ফয়সল আহমদ, হাজী আব্বাছ জালালী প্রমুখ।
পরিশেষে আগামী ১৬ নভেম্বরের আলোচনা ও দুআ মাহফিলে সকল প্রাক্তন ছাত্র ভাইদের উপস্থিত থাকার জন্য পরিষদের সভাপতি বিনীত অনুরোধ জানান।