১৬ ডিসেম্বরের মধ্যে স্বীকৃতিবঞ্চিত মুক্তিযোদ্ধাদের স্বীকৃতি ও শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে
একুশে জার্নাল ডটকম
নভেম্বর ০২ ২০২২, ১৫:২২
স্বাধীনতার ৫১ বছর পরেও মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী অনেক মুক্তিযোদ্ধারা স্বীকৃতি বঞ্চিত থাকাকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ নেতৃবৃন্দ।
প্রকৃত মুক্তিযোদ্ধাদের অবিলম্বে স্বীকৃতি দান, শিক্ষার সকল ক্ষেত্রে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করা, ইসলামী শিক্ষা-সংস্কৃতি বিনষ্টের ষড়যন্ত্রের প্রতিবাদ, ডাল-চিনিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং দুর্নীতিবাজ ও দেশের সম্পদ লুটপাটকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ-এর উদ্যোগে আজ ২ নভেম্বর ২০২২ বুধবার, বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাব চত্বরে মানববন্ধনে নেতৃবৃন্দ উপর্যুক্ত মন্তব্য করেন।
ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ সভাপতি শহিদুল ইসলাম কবির-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম।
এছাড়া বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাশেম, কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)-এর মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়া, জাতীয় শিক্ষক ফোরাম-এর কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মাওলানা এবিএম জাকারিয়া, ইসলামী ঐক্য আন্দোলন-এর ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দিক, ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ-এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুফতি মোস্তাফিজুর রহমান প্রমুখ।