১৫ হাজার দুস্থ পরিবারকে সুন্দরগঞ্জ এমপির সহয়তা

একুশে জার্নাল

একুশে জার্নাল

এপ্রিল ০৭ ২০২০, ২১:৪০

এস এ মিশন, প্রতিনিধি গাইবান্ধা: নোভেল করোনা ভাইরাসের সংক্রমণের প্রভাব দিন দিন বেড়েই চলেছে। তাই করোনা সংক্রমণরোধে সকল প্রকার অফিস আদালতে সাধারণ ছুটি ঘোষণা করে বাংলাদেশ সরকার। ফলে কর্মহীন হয়ে পড়েছে হাজারো নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। অনেকেরই দিন কাটছে অনাহারে অর্ধানাহারে। কর্মহীন ঘরে বসে থাকা গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার নিম্ন আয়ের ১৫ হাজার দুস্থ পরিবারকে খদ্য সহয়তা প্রদান করেন গাইবান্ধা১ (সুন্দরগঞ্জ) আসনের সাংসদ এবং জাপার অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

তার ব্যক্তিগত উদ্যোগে উপজেলার ১৫টি ইউনিয়নে ১ হজার করে দুস্থ পরিবারকে খাদ্য সহয়তা প্রদান করে যাচ্ছেন।

স্থানীয় জাপার ও দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীর মাধ্যমে প্রতি ইউনিয়নে ১ হাজার করে পরিবারের তালিকা প্রণয়ন করেন। এরপর প্রতিদিন ১টি করে ইউনিয়নে দুস্থ পরিবারকে চাল ডাল বিতরণ করেন স্থানীয় নেতাকর্মীরা। সামাজিক দূরত্ব বজায় রাখতে ওয়ার্ড ভিত্তিক এ কার্যক্রম পরিচালনা করা হয়।এ পর্যায়ে ৭টি ইউনিয়নে ৭ হাজার দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আরও ৮ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা অব্যাহত রয়েছে। মোট ৭৫ হাজার কেজি চাল ও ১৫ হাজার কেজি ডাল বিতরণ করেন সাংসদ।

এ ব্যাপারে সাংসদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন- চলমান করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন অসহায় পরিবারকে সামান্য খাদ্য সহয়তা অব্যাহত আছে। আমরা ব্যাক্তিগত উদ্যোগে প্রাথমিকভাবে ১৫ হাজার পরিবারকে চাল ও ডাল বিতরণ করছি। পরিস্থিতি অনুযায়ী এ কার্যক্রম চলমান থাকবে।