১৫ ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা শুরু

একুশে জার্নাল

একুশে জার্নাল

জানুয়ারি ২৪ ২০১৯, ১১:২৩

আগামী ফেব্রুয়ারির ১৫, ১৬ ও ১৭ তারিখ ইজতেমার তারিখ নির্ধারণ করা হয়েছে। আজ ধর্ম মন্ত্রণালয়ে অনুষ্ঠিত তাবলিগ জামাতের ইজতেমা বিষয়ক এক বৈঠকে এই তারিখ নির্ধারণ করা হয়।

বৈঠক শেষে সচিবালয়ে উপস্থিত সাদপন্থী তাবলিগি নেতা তৌহিদুল হক ইসলাম টাইমসকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, বৈঠকে অংশগ্রহণকারী তাবলিগ জামাতের উভয়পক্ষের মুরব্বি ঘোষিত তারিখের উপর একমত পোষণ করেছেন।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩ টায় ধর্ম মন্ত্রণালয়ে তাবলিগ জামাতের ইজতেমার তারিখ নির্ধারণে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি শেষ হয় বিকেল পৌনে ৫টায়।

ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোটেক শেখ মোঃ আবদুল্লাহ-এর সভাপতিত্বে বৈঠকে অংশগ্রহণ করেন মাওলানা মুহাম্মদ যোবায়ের, মাওলানা ওমর ফারুক, সৈয়দ ওয়াসিফুল ইসলাম ও খান শাহাবুদ্দিন নাসিম।

এছাড়াও সরকারের সংশ্লিষ্ট পদস্থ কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।