৮ বছরের শিশু হাফেজা সাদিয়াকে ধর্ষণপূর্বক হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন
একুশে জার্নাল
ডিসেম্বর ২৪ ২০১৯, ১৮:৪৯
ঢাকার পূর্ব রামপুরা মিফতাহুল জান্নাত মহিলা মাদ্রাসার ছাত্রী ১৫ পারা কুরআনের হাফেজা সাদিয়া আক্তার (৮) -কে অপহরণ করার পর ধর্ষণ করে হত্যা করে খুনিরা।
গত ২০ ডিসেম্বর শুক্রবার রাতে পূর্ব রামপুরা থেকে নিখোঁজ হন সাদিয়া। এরপর গত রবিবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ সাদিয়ার মরদেহ উদ্ধার করে।
খুনিদের ফাঁসির দাবিতে গতকাল সোমবার রায়পুরায় মানববন্ধন করে এলাকাবাসী। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন ঢাকা দক্ষিণের সভাপতি ফিরোজ আলম ও রামপুরা থানা আওয়ামী লীগ নেতা এমএ আকরাম মুকুল।
এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন- আমরা ইতিমধ্যেই ঘটনার সাথে জড়িত একজনকে গ্রেফতার করেছি।
এদিকে নিজেদের মেয়েকে হারিয়ে বাকরুদ্ধ গোটা পরিবার। গতকাল সন্ধ্যায় সাদিয়ার বাবা বলেন তার মেয়ে গত শুক্রবার (২০ ডিসেম্বর) রাত আনুমানিক আটটার দিকে মাদ্রাসা থেকে বাসায় এসে তার নানীর বাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় (পাশাপাশি তাদের বাসা)। এরপর থেকে সাদিয়াকে খুঁজে পাওয়া যায়নি।
পরের শনিবার সকালে রামপুরা থানায় একটি সাধারণ ডায়েরি করেন সাদিয়ার বাবা রফিকুল ইসলাম সাধারণ ডায়েরি করার একদিন পর রবিবার সকাল ১১টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ মুসলিমনগর একটি ধানক্ষেত থেকে সাদিয়ার মরদেহ উদ্ধার করে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায় পুলিশ।