১৫ জুন শনিবার যুক্তরাজ্য বাংলাদেশ খেলাফত মজলিসের ঈদ প্রীতি সমাবেশ:সফলের আহবান
একুশে জার্নাল
জুন ০৯ ২০১৯, ১৬:৩২
একুশে জার্নাল ডেস্ক: উলামা ও কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।ঈদ প্রীতি সমাবেশ সফলের লক্ষ্যে এক দায়িত্বশীল বৈঠক দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সিনিয়র সহ সভাপতি শায়খ মাওলানা ফয়েজ আহমদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মুফতি ছালেহ আহমদের পরিচালনায় ৮ জুন পূর্ব লন্ডনে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য শাখার সহ সভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান,সহ সভাপতি শায়খ মাওলানা ছালেহ আহমদ হামিদী,সহ সভাপতি মাওলানা মুহাম্মদ শাহনুর মিয়া,সহ সাধারণ সম্পাদক মাওলানা মুসলেহ উদ্দীন,সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আজিজুর রহমান,প্রচার সম্পাদক মাওলানা মুহাম্মদ আল আমীন,নির্বাহী সদস্য আলহাজ্ব মুহাম্মদ আলী তালুকদার,প্রমুখ।
বৈঠকে ঈদ প্রীতি সমাবেশ সফলের লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়।এতে যথাযথ সময়ে উপস্থিত হয়ে সমাবেশ কে সফল করতে সংগঠনের সর্বস্তরের জনশক্তিদের প্রতি নেতৃবৃন্দ আহবান জানিয়েছেন।