১৫ আগস্ট-জাতীয় শোকদিবস উপলক্ষে বশেমুরবিপ্রবির কর্মসূচী গ্রহণ
একুশে জার্নাল
আগস্ট ১৩ ২০২০, ১৭:৫৯
সানজিদা বিনতে শাফিন, বশেমুরবিপ্রবি প্রতিনিধি:
১৫ই আগস্ট জাতীয় শোক দিবস। মানব সভ্যতার ইতিহাসে ঘৃণ্য ও নৃশংসতম হত্যাকান্ডের কালিমালিপ্ত বেদনাবিধূর একটি শোকের দিন। ১৯৭৫ সালের এই দিনে মানবতার শত্রু প্রতিক্রিয়াশীল ঘাতকচক্রের হাতে বাঙালি জাতির মুক্তি আন্দোলনের মহানায়ক, বিশ্বের লাঞ্ছিত-বঞ্চিত-নিপীড়িত মানুষের মহান নেতা, বাংলা ও বাঙালির হাজার বছরের আরাধ্য পুরুষ, বাঙালির নিরন্তন প্রেরণার চিরন্তন উৎস, স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়।
জাতির পিতা শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোকদিবস -২০২০ পালন উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি, গোপালগঞ্জ
এ বৈশ্বিক করোনা মহামারী কারণে সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে কর্মসূচি
১৫ আগস্ট ২০২০, শনিবার
১। কালো ব্যাচ ধারণ।
২। ১৫ আগস্ট জাতীয় পতাকা অর্ধনিম্নিত রাখা।
৩। ১৫ আগস্ট সকাল ১০ ঘটিকায় টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিসৌধে শ্রদ্ধাঞ্জলী নিবেদন ও ফাতেহা পাঠ।
৪। ১৫ আগস্ট বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল।
৫। ১৫ আগস্ট বিকাল ৫.০০ ঘটিকায় কেন্দ্রীয় মন্দিরে বিশেষ প্রার্থনা।
উল্লেখ্য ১৫ আগস্ট সকাল ৯.০০ঘটিকায় পুলিশ লাইন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে গাড়ি ছেড়ে আসবে।