১৫ আগস্টের হত্যাকাণ্ডের সাথে আওয়ামী লীগ নেতারাই জড়িত ছিল

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

আগস্ট ০২ ২০২১, ১৪:৪১

১৫ আগস্টের ভয়াবহ হত্যাকাণ্ডের সাথে আওয়ামী লীগ নেতারাই জড়িত ছিল। খন্দকার মোশতাকের নেতৃত্বে ৩১ জন মন্ত্রিসভায় শপথ নিয়েছিলো বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২ আগস্ট) দুপুরে লালমনিরহাট জেলায় করোনা হেল্প সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, নিজেদের অপকর্ম ঢাকতে অন্যদের দোষারোপ করে লাভ নেই। হত্যা, সন্ত্রাস ও প্রতারণার রাজনীতি বাদ দিয়ে সংশোধন হয়ে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, করোনা মোকাবিলায় সরকার ব্যর্থ। জনগণের জীবন নিয়ে তারা ছিনিমিনি খেলছে। চিকিৎসা না পেয়ে হাসপাতালের বারান্দায় ও রাস্তায় মরছে মানুষ।

সরকার ভোটে নির্বাচিত না হওয়ায় জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।