১৪ দিন হোম কোয়ারেনটাইনে থাকার জন্য ভারত ফেরত যাত্রীদের হাতে সীল
একুশে জার্নাল ডটকম
মার্চ ২২ ২০২০, ১৯:৩৮

যশোর জেলা প্রতিনিধি
ভারত থেকে আগত যাত্রীদের হোম কোয়ারেনটাইনে থাকার জন্য হাতে সীল মারছে ইমিগ্রেশন পুলিশ। রোববার সকাল থেকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ এসবি হেডকোয়ার্টারের নির্দেশে এ সিল মারছে বলে জানা যায়। এবং প্রত্যেক যাত্রীকে তাদের বাড়িতে ১৪ দিন হোম কোয়ারেনটাইনে থাকার জন্য নির্দেশ দেয়।
ভারত থেকে আগত শিরিনা পারভিন ও মিজানুর রহমান জানান, তারা আজ ভারত থেকে সকাল ৯ টার সময় বেনাপোল ইমিগ্রেশনে প্রবেশ করার আগে তাদের হাতে পুলিশ ছিল মেরে দেয়। এসময় তাদের সতর্ক করে দিয়ে বলে বাড়িতে ১৪ দিন কোয়ারেনটাইনে থাকবে। কোন রকম ১৪ দিন বাড়ি থেকে বের হওয়া যাবে না।
তবে স্থানীয়রা বলছে এদের হাতে যে সীল মারছে তা বেশী সময় স্থায়ী নয়। আর তাদের প্রশাসনিক ভাবে কোন ব্যবস্থা না নেওয়ায় তারা কি বাড়িতে ১৪ দিন অবরুদ্ধ থাকবে এটা বিশ্বাসযোগ্য নয়।
মাদারীপুর জেলার আমির আলীকে বেনাপোল ইমিগ্রেমন হাতে সিল মারার পর সে চৌধুরী মার্কেটের সামনে এসে সাবান ছাড়া পানি দিয়ে ওই সিল ধুয়ে ফেলে। এতে তার হাতে সিলের কোন দাগ থাকে না।
বেনাপোল ইমিগ্রেশনের উপ-পরিদর্শক রাজ্জাক আলী বলেন আমাদের হেড অফিস এসবি থেকে নির্দেশনা আসছে ভারত ফেরত যাত্রীদের হাতে সিল মারার এবং তাদের বাড়িতে ১৪ দিন হোম কোয়ারেনটাইনে থাকার নির্দেশনা দেওয়ার। আমরা শুধু সেই কাজটি করছি। এ সিল তারা বাড়িতে যেয়ে মানবে কি না প্রশ্ন করলে তিনি বলেন, এটা তাদের নিজস্ব ব্যাপার। আমাদের যদি কোন ক্যাম্পের ব্যবস্থা করতে বলত আমরা সেই নির্দেশনা মেনে তাদের ১৪ দিন রেখে তদারকি করতাম।
স্থানীয় ফাইভ ষ্টারের ম্যানেজার আশাদুজ্জামান আশা বলেন, ভারত থেকে এখন মাত্র ১ থেকে ২ শত যাত্রী আসছে। এর আগে প্রতিদিন ২ থেকে ৩ হাজার যাত্রী এসেছে। তখন এই পদক্ষেপ এবং এদের কোয়ারেনটাইনে রাখলে নিরাপদ হতো। এখন লোক দেখানো ঢিলে ঢালা পদক্ষেপে কোন কাজ হবে বলে মনে হয়না।