১৪ আগস্ট নাগেশ্বরী হামিউচ্ছুন্নাহ মাদরাসার ‘তলাবা সম্মেলন’
একুশে জার্নাল
আগস্ট ০৬ ২০১৯, ১১:১৭
হাবীব আনওয়ার
কুড়িগ্রাম জেলার সর্ববৃহৎ দ্বীনি শিক্ষা নিকেতন হামিউচ্ছুন্নাহ কাসিমুল উলুম কেরামতিয়া কওমী মাদরাসা। কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন নাগেশ্বরী, কুড়িগ্রাম।
মাদরাসাটি স্থাপিত হয় ১৯৭০ খ্রিস্টাব্দ নাগেশ্বরী পৌরসভায়। সেসময় থেকে বেশ সুনামের সাথে পাঠদান দিয়ে আসছেন, মাদরাসার শিক্ষক বৃন্দ। বগুড়া তানযিম বোর্ডে বেশ সুনাম অর্জনসহ খ্যাতিমান পুরো কুড়িগ্রাম জুড়ে। এ কারণে কুড়িগ্রাম জেলার অধিকাংশ ছাত্ররা সেখান থেকে উচ্চমাধ্যমিক শিক্ষাগ্রহণ করে থাকেন। যার ফলে কুড়িগ্রামে নাগেশ্বরীর বুকে আলেম ওলামার সংখ্যা অনেক বেশি।
তবে তাঁরা আজ বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে, ততটা একতাবদ্ধ নয়। যার ফলে দ্বীনি কাজের আঞ্জাম দিতে বেশ ঝামেলা পুহাতে হয় আলেম ওলামাদের। এহেন পরিস্থিতিতে একতাবদ্ধতার বিকল্প নেই।
সে দিকে লক্ষ্যকরে হামিউচ্ছুন্নাহ মাদরাসার মহাপরিচালক উস্তযুল আসাতেযা সকলের আস্থা ভাজন, কুড়িগ্রাম জেলা ওলামা পরিশোধের সাবেক সভাপতি মাওলানা ‘আমিনুল ইসলাম’ হাফিযাহুল্লাহ সকল আসাতেযার পরামর্শে অন্ততপক্ষে প্রতিবছর হামিউচ্ছুন্না মাদরাসার প্রাক্তন ছাত্রদের ‘তলাবা সম্মেলন’ এর মাধ্যমে একত্রিত করার সিদ্ধান্ত নেন। জাতে করে আমরা একতাবদ্ধভাবে দ্বীনের কাজ আঞ্জাম দিতে পারি। মজবুত একটি প্ল্যাটফর্ম তৌরি করতে পারি। যেন কখনো পরাশক্তির রক্তচক্ষুতে পিছপা না হই। যেন, দৃঢ়প্রত্যয় দ্বীনের মশাল নিয়ে সামনে অগ্রসর হতে পারি এই প্রত্যাশায় আমাদের পথচলা…!
সকলের সম্মতিক্রমে আগামী ১৪ আগস্ট, বুধবার। ঈদুল আযহার তৃতীয় দিন ‘তলাবা সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে।
উক্ত ‘তলাবা সম্মেলনে’ হামিউচ্ছুন্না মাদরাসার প্রাক্তন ছাত্রসহ স্থানিয় সকল আলেম ওলামা ও ছাত্র ভাইদের যোগদান করার বিশেষ আহবান রইল।


