১২ ঘণ্টার পর বন্ধ হলো লন্ডনের টাওয়ার ব্রিজ

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

আগস্ট ১২ ২০২১, ১০:৫৩

লন্ডনে এসেছেন আর টাওয়ার ব্রিজে যায়নি এমন মানুষ খুব কমই আছে। আর এই টাওয়ার ব্রিজের মাঝের অংশটি সপ্তাহের বিভিন্ন সময় জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়া হলেও গতকাল দুপুর আড়াইটার দিকে টাওয়ার ব্রিজের মাঝের অংশটি খুলে দেওয়া হলেও দীর্ঘ ১২ ঘন্টায় টাওয়ার ব্রিজের মাঝের অংশটি বন্ধ করা সম্ভব হয়নি।

১২৭ বছরের ইতিহাসে এর আগে কখনও এতো দীর্ঘ সময় টাওয়ার ব্রিজ খোলা ছিলোনা। এতো দীর্ঘ সময় খুলে থাকার কারনে লন্ডন জুড়ে সৃষ্টি হয়েছিলো ব্যাপক যানজট।

গতকাল দুপুর থেকে যান্ত্রিক ত্রুটির জন্য লন্ডনের টাওয়ার ব্রিজের উপর দিয়ে সাময়িক ভাবে যাতায়াত বন্ধ করা হয়েছিলো।

লন্ডনের স্থানীয় সময় অনুযায়ী সোমবার দুপুরে ওই ব্রিজের অংশ খুলে দেওয়া হয়েছিলো। যাতে ব্রিজের নীচ দিয়ে একটি জাহাজ চলাচল করতে পারে। তবে ব্রিজের উপরের অংশ এক বার খোলার পর তা আটকে যায়। যান্ত্রিক গোলযোগের ফলে সেটি আর বন্ধ করা যায়নি বলে জানিয়েছিলো লন্ডন পুলিশ। আর সেটি সারা রাতই খোলা ছিলো । পরবর্তীতে দীর্ঘ ১২ ঘন্টা চেষ্টা করে মাঝের অংশটি বন্ধ করা হয়।

সোমবার ওই ঘটনার পর লন্ডনের টাওয়ার ব্রিজের উপর দিয়ে যান চলাচল-সহ পথচারীদের যাতায়াত বন্ধ হয়ে যায়। এর জেরে গোটা লন্ডন শহর জুড়েই ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পথচারীরা অন্য রাস্তায় ধরে নিজেদের গন্তব্যে পৌঁছন। ব্রিজের উদ্দেশে রওনা দেওয়া যানবাহনের মুখ ঘুরিয়ে দেওয়া হয়। এই ঘটনার পর টুইট করে শহরবাসীদের ওই ব্রিজ এড়িয়ে চলতে অনুরোধ করে লন্ডন পুলিশ।

বিশ্বের অন্যতম জনপ্রিয় লন্ডন টাওয়ারি ব্রিজ ৭৮৭ ফুট দীর্ঘ । ব্রিজটির কাজ শেষ হয়েছিল ১৮৯৪ সালে। এই ব্রিজের উপরের অংশটি এককালে বাষ্পশক্তির সাহায্যে খোলা-বন্ধ করা হত। তবে ১৯৭৬ সাল থেকে তা বিদ্যুৎচালিত করা হয়।

১৯৯৪ সালে নির্মিত টাওয়ার ব্রিজ বছরে ৮০০ বার খোলা হয় নৌযান চলাচলের জন্য।

এদিকে পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ এই ব্রিজের যান্ত্রিক গোলযোগের খবর ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যে তা নেটমাধ্যমে ভাইরাল হয়। ব্রিজের ছবি-ভিডিও ভরে ওঠে ফেসবুক-টুইটার-ইনস্টাগ্রামে।

এই প্রথম নয়, এর আগে গত বছরের আগস্টেও যান্ত্রিক ত্রুটির জেরে আটকে গিয়েছিল লন্ডনের টাওয়ার ব্রিজ। এছাড়া ২০০৫ সালে যান্ত্রিক ত্রুটির কারনে দীর্ঘ ১০ ঘন্টা বন্ধ ছিলো টাওয়ার ব্রিজ।