১১ নভেম্বর থেকে ইসলামী ঐক্যজোটের মনোনয়ন ফরম বিক্রি শুরু
একুশে জার্নাল
নভেম্বর ০৯ ২০১৮, ১৬:০০
আগামী ১১ নভেম্বর রোববার সকাল ১০টা থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের কাছে মনোনয়ন ফরম বিক্রি করবে ইসলামী ঐক্যজোট। আজ শুক্রবার বাদ আসর লালবাগস্থ কার্যালয়ে অনুষ্ঠিত মজলিসে শুরার সভায় এই সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় শাহতলীর পীর মাওলানা আবুল বাশার আনুষ্ঠানিকভাবে ইসলামী ঐক্যজোটে যোগদান করলে সর্বসম্মতিক্রমে তাকে ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়।
জোট চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মহাসচিব মুফতী ফয়জুল্লাহ, ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী, ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল বাশার পীর সাহেব শাহতলী, ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুর রশীদ মজুমদার, ভাইস চেয়ারম্যান মাওলানা জসিমুদ্দীন, ভাইস চেয়ারম্যান অধ্যাপক মাওলানা এহতেশাম সারোয়ার, যুগ্ম মহাসচিব মুফতী মুহাম্মাদ তৈয়্যব হোসাইন, মাওলানা আবুল কাশেম, মাওলানা আব্দুল হাই ফারুকী,সহকারী মহাসচিব মাওলানা আলতাফ হোসাইন, মাওলানা আব্দুল কাইয়ুম, মাওলানা জাফর আহমদ, মাওলানা রিয়াজতুল্লাহ, মাওলানা আনছারুল হক ইমরান প্রমুখ। সভায় ইসলামী ঐক্যজোটের মনোনয়ন প্রত্যাশীদের লালবাগস্থ কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করার আহবান জানানো হয়।