১১৬ জন জনপ্রিয় আলেমেদীন ও মাদ্রাসার বিরুদ্ধে শ্বেতপত্র প্রকাশ ইসলাম নির্মুলের আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ -মুফতি তাজুল ইসলাম
একুশে জার্নাল
মে ১৯ ২০২২, ০৪:৪৩
সময়ে সময়ে ইসলাম বিরুধী শক্তির আবির্ভাব হয়েছে, বিশেষ করে আমাদের মাতৃভুমি বাংলাদেশে তথাকথিতে গনকমিশনের নামে আলেম উলামাদের চরিত্র হনন,ও মাদ্রাসার বিরুদ্ধে এদের লাগামহীন বক্তব্য প্রমান করে সরকারের ছত্রছায়ায়ই এগুলো হচ্ছে এবং সরকার ইসলাম বিরুধীদেরকে পৃষ্টপোষকতা দিচ্ছে তিনি এর তিব্র নিন্দা ও প্রতিবাদ করেন।
গতকাল খেলাফত মজলিস বার্মিংহাম মিডলেন্ডসের যৌথ নির্বাহী বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের যুক্তরাজ্য সহ সভাপতি মুফতি তাজুল ইসলাম উপরোক্ত কথাগুলো বলেন।
মিডলেন্ডস সভাপতি ক্বারী আব্দুল মুকিত আজাদের সভাপতিত্বে ও বার্মিংহামের সেক্রেটারী আ ফ ম শুয়াইবের পরিচালনায় শুরুতে দারসে ক্বোরআন পেশ করেন মাওলানা হাবীবুর রহমান,
বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন বার্মিংহাম সভাপতি মাওলানা এনামুল হাসান ছাবির।
অন্যান্যদের মধ্যে উপস্তিত ছিলেন বার্মিংহামের সহ সভাপতি আলহাজ আব্দুল ওয়াদুদ, মাওলানা অলিউর রহমান, মিডলেন্ডস সেক্রেটারী সৈয়দ কবির আহমদ, হাফিজ আহমদ হুসাইন, মাওলানা ফয়েজ আহমদ, মাওলানা আনছার উদ্দীন, মাওলানা মুহাম্মদ আসাদুজ্জামান,
হাফিজ মন্জুর আহমদ, হাজী বুরহান উদ্দীন, মুহাম্মদ আব্দুল জলিল।
প্রমুখ।