১০ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ করেছে কোস্টগার্ড

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ফেব্রুয়ারি ২০ ২০২০, ১৪:৪৭

ভোলার চর কুকরীমুকরীর মেঘনার মোহনা থেকে ১০ কোটি টাকার ভারতীয় শাড়িসহ ১০ চোরাকারবারীকে আটক করেছে কোস্টগার্ড। আটকদের মধ্যে ৪ জন ভরতীয় ও ১১ জন্য বাংলাদেশি নাগরিক রয়েছেন। জব্দ করা হয়েছে মালামাল পরিবহনে ব্যবহৃত একটি ট্রলারও।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে কোস্টগার্ড দক্ষিণ জোন এসব তথ্য জানায়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের লেফটেন্যান্ট মাহাবুবুল আলম শাকিল আহম্মেদ জানিয়েছে, চোরাই পথে ভারতীয় শাড়ি, লুঙ্গি ও লেহেঙ্গা বোঝাই ট্রলার বাংলাদেশে আসার খবরে কোস্টগার্ড দক্ষিণ সাগর মোহনায় অভিযান চালায়।

১৬ ফেব্রুয়ারি বিকেলে মেঘনা নদীর সোনার চর এলাকা সন্দেহজনক একটি ট্রলারে ধাওয়া করে প্রায় ২ ঘণ্টা পর চর কুকরীমুকরীর মেঘনা নদীতে আটক করে। এ সময় ভারতীয় নাগরিক রমেশ দাস, পরান দাস, সুভাস মন্ডল, লক্ষন মিয়তি, উত্তম কুমার দাস, রবিনহুড কৃমির দাস, কালাচাদ সিং, মৃনাল চন্দ্র দাস, মো. মিজান, বসিস উদ্দিন, মাহমুদুল হাসান, মসজিদ মালো, মো. হানিফ, আবু বকর, সোবহান মৃধাকে আটক করে। ট্রলারটি জেলা সদরে কোস্টগার্ড অফিসে এনে মালামালা তালিকাভুক্ত করে আসামিসহ পুলিশের কাছে হস্তান্তর করে।