হ্যালো ক্যাম্পাস টীমের সাথে জীবন’র মতবিনিময় সভা
একুশে জার্নাল ডটকম
আগস্ট ০৯ ২০১৯, ২২:৫০
ইমাম হোসাইন কুতুবী
পার্বত্যাঞ্চলের সর্বপ্রথম অনলাইন ব্লাড ব্যাংক Jibon”জীবন” তাদের ক্যাম্পাসভিত্তিক কার্যক্রম “হ্যালো ক্যাম্পাস” এর নবাগত সদস্যদের নিয়ে একটি মতবিনিময় সভার আয়োজন করে।
এই সভাতে নবাগত সদস্যদের সংগঠন সম্পর্কে বিস্তারিত ধারণা ও সংগঠনের যাবতীয় কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করা হয়৷
অনুষ্ঠানের সঞ্চালিত করেন Jibon”জীবন এর সমন্বয়ক মোবারক হোসেন রানা এবং সভাপতিত্ব করেন সাধারণ সম্পাদক সাজিদ-বিন-জাহিদ (মিকি)৷
এতে সংগঠনের সদস্যদের উপস্থিতিতে নবাগত সদস্যদের জন্য প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়৷
প্রশ্নোত্তর পর্বে প্রশ্ন রাখেন সংগঠনের বর্তমান সদস্যরা৷
বিজয়ীদের সংগঠনের পক্ষ থেকে ব্যাজ পরিয়ে সম্মানিত করা হয়৷
সংগঠনের কাছে নবাগত সদস্যরা তাদের চাহিদা তুলে ধরে৷
রাঙামাটি পাবলিক কলেজে পরিচালিত হ্যালো ক্যাম্পাস হতে এই নবাগত সদস্যরা সংগঠনে অন্তর্ভুক্ত হতে আগ্রহ প্রকাশ করে৷
সংগঠনে সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন কার্যকরী সদস্য ওয়াইছ উদ্দিন, মনির গাজী, পলি ত্রিপুরা৷
নবাগত সদস্যদের উদ্দেশ্যে এছাড়াও বক্তব্য রাখেন হ্যালো ক্যাম্পাস টীমের সমন্বয়ক তাহসিন হোসেন কবির৷
ভবিষ্যতে রাঙামাটির পাশাপাশি অন্যান্য জেলা শহরগুলোতে এই কার্যক্রম পরিচালিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংগঠনের সদস্যরা৷



