হেফাজত ও হাইয়াতুল উলয়া থেকেও পদত্যাগ করবো
একুশে জার্নাল
অক্টোবর ০৪ ২০১৮, ১৪:৪২
হেফাজতে ইসলাম ও হাইয়াতুল উলিয়া বোর্ড থেকে পদত্যাগ করছেন আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী।
আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, ‘আমি ইসলামী ঐক্যজোট থেকে পদত্যাগ করবো সাথে হেফাজতে ইসলাম,বেফাক এবং হাইআতুল উলয়া থেকেও পদত্যাগ করবো।
সংগঠনগুলোর অনেক নেতাদের বক্তব্যের সাথে আমার মতের মিল নেই। ইদানীং তাদের বক্তব্যের সাথে আমি একমত হতে পারছিনা। তাই এসব সংগঠন থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।
তিনি আরো বলেন, হেফাজতে ইসলাম যে দাবী দাওয়া নিয়ে শাপলা চত্বরে গিয়েছিলো, “প্রায় দুই’শোর মতো শহীদ হয়েছিলো। তেরো দফার একটিও পুরন করেনি সরকার। হেফাজতে ইসলাম সরকারের প্রশংসা বা দোয়া করা আমার বরদাস্ত হয় না। তাই পদত্যাগ করবো।
ভিডিও