হেফাজতে ইসলামের গ্রীস শাখার আহবায়ক কমিটি গঠন
একুশে জার্নাল
নভেম্বর ২২ ২০২৪, ১৫:১২
গত ১৮ নভেম্বর মঙ্গলবার হেফাজতে ইসলাম বাংলাদেশের৷ গ্রীস শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা ফজলুর রহমান কাসেমিকে আহবায়ক ও ড: মাওলানা ছফিউল্লাহ ইরানীকে যুগ্ম আহবায়ক ও মাওলানা ফখরুদ্দিন আল মোবারক ও হাফিজ মাওলানা কাউসার হামিদকে সহ যুগ্ম আহবায়ক করে ১৫ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি গঠন করা হয়।
প্রধান অতিথি হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক সম্পাদক অধ্যাপক মাওলানা আবদুল কাদির সালেহ ও বিশেষ অতিথি হেফাজতে ইসলাম যুক্তরাজ্য শাখার সদস্য মাওলানা আনিসুর রহমান উপস্থিত সকল উলামায়ে কেরামের উনমোক্ত মতামত ও ঐকমত্যের ভিত্তিতে এই কমিটি ঘোষনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল কাদির সালেহ বলেন,ইসলামের সুরক্ষা ও মুসলিম উম্মাহর ঐক্য প্রতিষ্ঠায়
উলামায়ে কেরামের দায়িত্ব অপরিসীম।তিনি বলেন, এই দায়িত্ব পালনে ২০১৩ সালে শাপলার শহীদদের রক্তদান উলামায়ে কেরামকে ঋণগ্রস্ত করে গেছে।তিনি শাপলা চত্তর ও মূর্তিবিরোধী আন্দোলনে গণহত্যার তদন্তে কমিশন গঠন ও বিচারের কার্যকর ব্যবস্থা গ্রহনের জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।
বিশেষ অতিথি মাওলানা আনিসুর রহমান বলেন,বাতিল শক্তি এখনও ইসলামী আকিদা বিশ্বাস ও ভিত্তিমূলকে বাংলার জমিনে অপ্রাসংগিক করে তুলতে সক্রিয় রয়েছে।
সকল ইসলামী দল ও উলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ হয়ে হেফাজতের আন্দোলনকে এগিয়ে নিয়ে যতে হবে।
হেফাজতে ইসলাম গ্রীস শাখা আহবায়ক কমিটির অন্নান্য সদস্যগণ হলেন :
মাওলানা মোহাম্মাদ জাকারিয়া,মুফতি রুহুল আমীন, হাফিজ এনামুল হক মুআজ,হাফেজ আমজাদ হোসাইন,আবদুল্লাহ বাহার,হাফেজ শহীদুল ইসলাম,হাফেজ মোহাম্মাদ আবদুল্লাহ,হাফেজ মুজিবুর রহমান,হাফেজ শফিকুর রহমান ও হোসাইন আহমদ প্রমুখ।
প্রধান অতিথি উক্ত কমিটিকে অনধিক তিন মাসের মধ্যে গ্রীসের সর্বস্তরের উলামায়ে উলামায়ে কেরামের সমন্বয়ে পূর্ণাংগ কমিটি গঠনের ব্যবস্থা গ্রহনের জন্য দায়িত্ব প্রদান করেন।