হেফাজতের দুই নেতার জামিনে মুক্তি
একুশে জার্নাল ডটকম
জুলাই ১৮ ২০২১, ২২:৪৯

হেফাজতে ইসলাম বাংলাদেশের বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় নেতা আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদী গ্রেফতারের ৭৮ দিন পর জামিনে মুক্তি পেয়েছেন। একই সাথে মুক্তি পেয়েছেন কিশোরগঞ্জের হেফাজত নেতা মাওলানা মুহাম্মদুল্লাহ জামি।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদীর মেয়ের জামাই মাওলানা নাজমুল হাসান।
তিনি জানান, আজ রোববার (১৮ জুলাই) বিকাল ২ টায় ময়মনসিংহ আদালতে আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদীর জামিন শুনানি শেষ হয়। এরপর সন্ধ্যা সাতটায় ময়মনসিংহ কারাগার থেকে তাকে জামিনে মুক্তি দেওয়া হয়।
এর আগে গত ২ মে ২০২১ সালে ময়মনসিংহ থেকে গ্রেফতার করা হয় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদীকে।
উল্লেখ্য, আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদী সদর উপজেলার মাইজবাড়ি এলাকার মাওলানা আরিফ রব্বানীর ছেলে। তিনি হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির সহসভাপতি (নায়েবে আমির) পদে ছিলেন। এছাড়া “ইত্তেফাকুল উলামা বৃহত্তর ময়মনসিংহ” সংগঠনের কার্যনির্বাহী কমিটির সভাপতি পদে রয়েছেন।