হেফাজতের ঘেরাও কর্মসূচিতে আসার সময় পথে পথে পুলিশি বাধা
একুশে জার্নাল
নভেম্বর ০২ ২০২০, ১৯:১০
হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর আয়োজিত ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচিতে আসার পথে দেশের অনেক জায়গায় বাঁধার সম্মুখীন হয়েছেন হেফাজত কর্মীরা।
নারায়ণগঞ্জের ২৫ টি বাস আটকে দিয়েছে পুলিশ। প্রশাসন যেতে দিচ্ছে না বাসে করে, তাই পায়ে হেঁটে রওনা দিয়েছি বলে জানিয়েছেন হেফাজত কর্মী আল-আমিন।
ময়মনসিংহ থেকে আসার পথে হেফাজতকর্মী রাকিব ফারহানকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যান্য কর্মীরা জানিয়েছে সেখান থেকেও কাউকেই আসতে দেওয়া হচ্ছে না।
ঢাকার সাইনবোর্ড এলাকায় মেইন রোডে পুলিশ ব্যারিকেড দিয়ে ঢাকা বাইরে থেকে আগত গাড়ি আটকে দিচ্ছে। লাইভে সেই ব্যারিকেড দেখিয়েছে এক হেফাজতকর্মী।
তবে শেষ খবর পাওয়া পর্যন্ত গাড়ি থেকে নেমে পায়ে হেটে কিছু মানুষ বিক্ষিপ্তভাবে রওনা দিয়েছে। অনেকে সাইনবোর্ডে একত্রিত হচ্ছে। সেখানেই সমাবেশ করার ঘোষণা দিয়েছেন সেখানকার হেফাজত নেতারা।
গাজীপুর ও কেরাণীগঞ্জে আসার পথে প্রশাসনিক বাধার সম্মুখীন হয়েছে বলে প্রত্যক্ষদর্শী হেফাজতকর্মীরা সোশাল মিডিয়ায় জানিয়েছে৷
২০১৩ সালে হেফাজতের সাথে সরকারের আচরণকেই স্মরণ করিয়ে দিচ্ছে আজকের এসব ঘটনা। তখন না হয় সরকার পতনের ভয় ছিল৷ এখন কিসের ভয়? ভারতের নাখোশ হবার? হেফাজত তো ভারতের মর্জি মত বাংলাদেশকে চলতে দেবে না, এই ভয়? এমন মন্তব্য হেফাজত কর্মীদের।