‘হৃদয়তন্ত্রীতে আল্লামা জুনায়েদ বাবুনগরী’ স্মারকগ্রন্থের পাঠ উন্মোচন অনুষ্ঠিত

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জানুয়ারি ০৬ ২০২২, ২৩:২২

মারকাযুর রাশাদ মাদরাসার সাহিত্য সাময়িকী ত্রৈ-মাসিক আলোর পথে পত্রিকার বিশেষ সংখ্যা হৃদয়তন্ত্রীতে আল্লামা জুনায়েদ বাবুনগরী রহিমাহুল্লাহু স্মারকের পাঠ উন্মোচন করেছেন হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া।

আজ ৬ জানুয়ারি বাদ মাগরিব হাটহাজারী মাদরাসায় মহাপরিচালকের কার্যালয়ে এ পাঠ উন্মোচন অনুষ্ঠান হয়।

আল্লামা জুনায়েদ বাবুনগরীর জামাতা মাওলানা আব্দুল্লাহ ঈসাপুরী, ভাগ্নে আলোর পথে পত্রিকার সম্পাদক মুফতী ওসমান সাদেক ও খাদেম জুনাইদ আহমদ আনুষ্ঠানিক ভাবে আল্লামা মুহাম্মদ ইয়াহইয়ার হাতে এ স্মারক তুলে দেন।

স্মারক হাতে নিয়ে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া। কান্না জড়িত কণ্ঠে দীর্ঘ সময় আল্লামা জুনায়েদ বাবুনগরীর স্মৃতিচারণ করেন এবং কার্যালয়ে উপস্থিত থাকা মেহমানদের নিয়ে আল্লামা বাবুনগরী সহ হাটহাজারীর মরহুম আকাবীরদের রুহের মাগফিরাত কামনা ও দারাজাত বুলন্দির জন্য দুআ করেন।

হাটহাজারী বুখারী একাডেমী, জাকারিয়া লাইব্রেরি, মাকতাবাতুল বালাগ সহ হাটহাজারীর বিভিন্ন লাইব্রেরিতে স্মারকটি পাওয়া যাচ্ছে।