হৃত গৌরব ফিরিয়ে আনতে জামেয়া ছাত্রদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে: শায়েখ আব্দুস সুবহান

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

সেপ্টেম্বর ০৬ ২০২৪, ২৩:৫৩

জামেয়া মাদানিয়া কাজির বাজার-এর মুহতামিম হযরত মাওলানা শায়েখ আব্দুস সুবহান হাফি. বলেছেন, জামেয়া মাদানিয়া এককালে তালিম, তাহযীব, তাহরিকে অনন্য ছিল। জামেয়ার হৃত গৌরব ফিরিয়ে আনতে জামেয়া ছাত্রদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে।

৫ আগস্ট (বৃহস্পতিবার) জামেয়ার জ্ঞান জিজ্ঞাসা প্রতিযোগিতায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

আকর্ষণীয় জ্ঞান জিজ্ঞাসা প্রতিযোগিতায় দুটি গ্রুপে বিভক্ত ছিল।প্রতি গ্রুপের পাঁচজন করে দশজন প্রতিযোগি অংশ নেয়। অনুষ্ঠানের মডারেটর জামেয়ার মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ মোট দশটি বিষয়ে প্রত্যেক গ্রুপের উভয় পক্ষকে প্রশ্ন করেন। প্রানবন্ত অনুষ্ঠানে অনেক সুধীজন ও অন্যান্য প্রতিষ্ঠানের ছাত্ররা উপস্থিত ছিলেন।

এতে সহ-সভাপতি ছিলেন জামেয়ার শিক্ষা সচিব মুফতি শফিকুর রহমান। বিচারক হিসেবে ছিলেন জামেয়ার সহ-শিক্ষা সচিব মাওলানা আশিকুল ইসলাম, জামেয়ার সিনিয়র উস্তাদ মাওলানা ক্বারী রফিকুল ইসলাম মুশতাক,মাওলানা কামরুল হক,মাওলানা মুনাঈম আহমদ।

ছাত্র সংসদের জি এস আখতার আহমদের ব্যবস্থাপনা ও অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে নাশিদ পরিবেশন করেন নাশিদশিল্পী ফয়েজ আহমদ শাহরুখ।