বগুড়া-৪ আসনে নির্বাচন করতে চান হিরো আলম
একুশে জার্নাল ডটকম
ডিসেম্বর ১৯ ২০২২, ১০:০৯
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে নির্বাচন করতে চান হিরো আলম। জাতীয় সংসদ থেকে বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করায় পাঁচটি সংসদীয় আসন শূন্য ঘোষণা করা হয়। এর মধ্যে একটি আসন বগুড়া-৪।
গতকাল বিএনপির সংসদ সদস্যদের ছেড়ে দেওয়া জাতীয় সংসদের পাঁচটি আসনে উপনির্বাচনের তপশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তপশিল অনুযায়ী, এসব আসনে ভোট হবে আগামী ১ ফেব্রুয়ারি। সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) ভোট গ্রহণ করা হবে।
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) সংসদীয় আসনে সংসদ সদস্য ছিলেন বিএনপির মো. মোশারফ হোসেন। এখন সেখানে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে নির্বাচন করতে চান সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলম। এর আগে তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্থানীয় ওয়ার্ড সদস্যপদেও নির্বাচন করেছিলেন।
হিরো আলম জানান, তিনি বগুড়া-৪ আসনে সংসদ সদস্যপদে নির্বাচন করবেন। লাঙ্গল প্রতীকে নির্বাচনের সুযোগ না দেওয়া হলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার প্রস্তুতি নেবেন তিনি। এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে অংশগ্রহণ করে পরাজিত হন হিরো আলম।