হিজরি সনকে একটি সাংস্কৃতিক আন্দোলনে রূপ দিতে হবে: মুসা আল হাফিজ
একুশে জার্নাল ডটকম
আগস্ট ১০ ২০২১, ২১:৪৪
বিশিষ্ট লেখক ও গবেষক কবি মুসা আল হাফিজ বলেন, ইসলামের ইতিহাসে হিজরি সনের প্রাসঙ্গিকতা অনেক বেশি গুরুত্ববহ।
এটাকে শুধুমাত্র কিছু আচার অনুষ্ঠানের সাথে চর্চা না করে সামগ্রিক চর্চার জন্য হিজরি সনকে একটি সাংস্কৃতিক আন্দোলনে রূপ দিতে হবে।
৩০ জিলহজ্ব ১৪৪২ হিজরি মোতাবেক ১০ আগস্ট ২০২১ ঈসায়ী মঙ্গলবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনস্থ চিন্তাঙ্গন মিলনায়তনে আয়োজিত “হিজরি সনের প্রাসঙ্গিকতা” শীর্ষক চিন্তা আসরে এসব কথা বলেন তিনি।
চিন্তাঙ্গন পরিচালক কে এম শরীয়াতুল্লাহ এর সভাপতিত্বে আয়োজিত চিন্তা আসরে আরো বক্তব্য রাখেন চিন্তাঙ্গনের উপদেষ্টা নূরুল করীম আকরাম।
আরও পড়ুন: হিজরি সনের ইতিহাস
এসময় উপস্থিত ছিলেন চিন্তাঙ্গন পরিবারের সদস্য শরিফুল ইসলাম রিয়াদ, শেখ মুহাম্মাদ আল-আমিন, গাজী মুহাম্মাদ ওসমান গনি, এম এম শোয়াইব, ইউসুফ আহমাদ মানসুর, এইচ এম সাখাওয়াত উল্লাহ, মুহাম্মাদ ইবরাহীম হুসাইন, এম এ হাসিব গোলদার, মুহাম্মাদ সিরাজুল ইসলাম, মাহবুব হোসেন, মুনতাসির আহমাদ, মিশকাতুল ইসলাম, শফিকুল ইসলাম, সুলতান মাহমুদ প্রমুখ।