হাসপাতালে শায়েখ হাফিজুল্লাহ হাফিজ্জীকে দেখতে গেলেন সাদ সাইফুল্লাহ মাদানী

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুলাই ০৮ ২০১৯, ১৩:২৬

 

বিশেষ প্রতিনিধি: ইউরিনজনিত অসুস্থতায় হাসপাতালে ভর্তি হয়েছেন লাখো হাফেজদের উস্তাদ যিনি দীর্ঘ ৫৫ বছর যাবত ঐতিহাসিক মির্জা নগর মাদরাসা, আল হাফিজ ইন্টারন্যাশনাল সহ অসংখ্য প্রতিষ্ঠান পরিচালনা করে যাচ্ছেন। শাইখুল কোরআন শায়েখ হাফিজুল্লাহ হাফিজ্জী। ০৬ জুলাই শনিবার সন্ধায় তাকে রাজধানীর পান্থপথ শমরীতা হাসপাতালে ভর্তি করা হয়।

অসুস্থ হাফিজুল্লাহ সাহেবের চিকিৎসা ও শারীরিক খোঁজ-খবর নিতে সেখানে ছুটে যান অনেকে,
বিশেষকরে আল্লামা ইসহাক মাদানী রহ. সাহেবজাদা আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের যুগ্ম আহ্বায়ক শায়েখ ক্বারী সাদ সাইফুল্লাহ মাদানী,  পরবর্তী সময়ে শাইখুল হাদীস আল্লামা আজিজুল হক রহ. এর সাহেবজাদা নন্দিত ওয়েজ মাওলানা মামুনুল হক ও সুলতানুল ওয়েজিন খ্যাত মাওলানা খালেদ সাইফল্লাহ আইয়ুবী সাহেবও যান।

ক্বিরাত সংস্থার আনলাইন দায়িত্বশীল বোরহান উদ্দিন ইয়াসিন আমাদের এ তথ্য জানিয়েছেন।

বোরহান বলেন, শায়েখ হাফিজুল্লাহ হাফিজ্জী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার খবর শুনে সাদ সাইফুল্লাহ মাদানী তাকে দেখতে যান এবং তার শারীরিক ও চিকিৎসার খোঁজ-খবর নেন তখন হাফিজুল্লাহ সাহেব ক্বারী সাদ সাইফুল্লাহ মাদানীকে কোরআন পাঠ করে শোনাতে বলেন, আদেশ রক্ষার্থে তিনি তিলাওয়াত শোনান এবং দোয়া নেন।

হাফিজুল্লাহ সাহেবের অসুস্থতা সম্পর্কে সাদ সাইফুল্লাহ মাদানী তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে লেখেন; হাফিজুল্লাহ সাহেব সহ ওনাদের মতো সবাইকে উন্নত থেকে উন্নত চিকিতৎসা দেয়া সরকারের দায়িত্ব।

সর্বশেষ এখন তিনি একটু ভালো আছেন এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যেন দ্রুত আরোগ্য লাভ করেন।