হাসপাতালে গিয়ে চিকিৎসা সেবা না পাওয়ার ঘটনা দুঃখজনক; প্রধানমন্ত্রী
একুশে জার্নাল ডটকম
এপ্রিল ০৭ ২০২০, ১০:৫৯

চিকিৎসা নিতে গিয়ে হাসপাতালে সেবা না পাওয়ার ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের জেলাগুলোর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে এমন মন্তব্য করেন তিনি। সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ভিডিও কনফারেন্স শুরু হয়।
শেখ হাসিনা বলেন, অনেক ক্ষেত্রে মানুষ হাসপাতালে গিয়ে চিকিৎসা পাচ্ছেন না, সেবা পাচ্ছেন না এটা খুবই দুঃখজনক। আক্রান্তদের মানবিক দৃষ্টিতে দেখতে হবে।
ভিডিও কনফারেন্সে করোনা মোকাবেলায় যেসব চিকিৎসক ও সংশ্লিষ্ট যারা জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছেন তাদের ধন্যবাদও দেন বঙ্গবন্ধুকন্যা।
করোনা সংকটে চিকিৎসক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা কাজ করছেন তাদের বিমা ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।
চলতি মাসে করোনার প্রকোপ আরও বাড়তে পারে জানিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান সরকারপ্রধান।