হাসপাতালে কেমন আছেন আল্লামা হবিগঞ্জী: চিকিৎসার সর্বশেষ অবস্থা
একুশে জার্নাল
অক্টোবর ০২ ২০১৯, ০০:২৮
ইলিয়াস সারোয়ার: ২৯ সেপ্টেম্বর বিকাল থেকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে সিসিইউতে কার্ডিওলিজিস্ট প্রফেসর ডা. মনিরুজ্জামানের তত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসারত শাইখুল হাদিস আল্লামা হাফেজ তাফাজ্জুল হক হবিগঞ্জীর বর্তমান অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে।
আল্লামা হবিগঞ্জীর ছেলে মাওলানা তাফহীমুল হক তার পিতার অবস্থার উন্নতির কথা মঙ্গলবার বিকেল পাঁচটায় সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন।
তিনি লিখেছেন- “দেশবিদেশের যারা যেখান থেকে, আমার আব্বার সু’স্বাস্থ্যের জন্যে দোয়া করছেন, আশা করি আল্লাহ্ তা বিফল করবেন না। আপনাদের এ ভালোবাসার কৃতজ্ঞতা আদায়ের কোন ভাষা নেই, তাই “জাযাকাল্লাহ” ছাড়া আর কিইবা বলতে পারি। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত ও করুণায়, আব্বার অবস্থা অনেকটা উন্নতি হয়েছে। আরেকটু উন্নতি হলে আগামীকাল ডাক্তার “এনজিওগ্রাম” রিপোর্ট দেখে পরবর্তী চিকিৎসার ধাপ শুরু করতে চাচ্ছেন। আব্বার চিকিৎসক কার্ডিওলজি স্পেশালিস্ট জনাব ডাঃ মুমিনুযযামান। সবাই দোয়া করি আল্লাহ্ যেন সব কিছু আসান করে দেন।”
একুশে জার্নালের অনুসন্ধানে আরও জানা যায়, মঙ্গলবার সকালে বরাবরের মতই তিনি স্বাভাবিকভাবে কথা বলছেন। হযরতের পারিবারিক সকলের এবং উমেদনগর মাদরাসার খোঁজ-খবর নিচ্ছেন। এমনকি এক পর্যায়ে তিনি তার মেজ ছেলেকে বলেছেন যে, আগামী জুমা না হলেও পরের জুমা তিনি নিজ প্রতিষ্ঠিত মসজিদে নূরুল হেরায় আদায় করবেন ইনশাআল্লাহ।
ডাক্তার বলছেন, “উনার হার্টের প্রবলেম থেকে হঠাৎ পালসের গতি অস্বাভাবিক ওঠানামা করে। গতকাল রাতে কিছুটা শ্বাসকষ্ট দেখা দিয়েছিল, তখন ঔষধ দেয়া হয়েছে। তবে এখন আগের চেয়ে উন্নতি হয়েছে। বর্তমানে তিনি স্থিতিশীল অবস্থায় আছেন।
হার্টের স্বাভাবিক গতি ফিরিয়ে আনতে ও শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখতে আজকালের মধ্যে মিনি অস্ত্রোপচারের মাধ্যমে বুকে একটি ডিভাইস স্থাপন করা হবে বলে পারিবারিকভাবে জানা গেছে।
ডাক্তার তাদেরকে বলেছেন, এটা স্থাপন করা হলে তিনি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবেন। তিনি এখন কিছুটা আশঙ্কামুক্ত হলেও পুরোপুরি আশঙ্কামুক্ত নন।
উল্লেখ্য, জাতীয় এ রাহবার আলেমের রোগমুক্তির জন্য দেশ-বিদেশে প্রতিমূহুর্তে দুআ হচ্ছে। অসুস্থতার খোঁজখবর নিতে শায়খুল হাদিস শুভাকাঙ্খীরা এবং আলেম-ওলামা রাজনীতিবিদ ব্যবসায়ী- পেশাজীবীরা হাসপাতালে ভিড় জমাচ্ছেন।