হালুয়াঘাটে ৬ বছরের শিশু ধর্ষণের শিকার, ধর্ষক আটক

একুশে জার্নাল

একুশে জার্নাল

এপ্রিল ১৯ ২০১৯, ২১:৫৮

 

আবির আবরার:

গতকাল বৃহস্পতিবার ময়মনসিংহের হালুয়াঘাটে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আজ শুক্রবার থানায় মামলা করেছে শিশুটির ফুফু। উপজেলার মরাগাংকান্দা গ্রামে এ ধর্ষণের ঘটনাটা ঘটে ৷

ধর্ষিতার ফুফু জুলেখা জানান, শিশুর মা জন্মের ৪ মাস পর তাকে ফেলে রেখে পালিয়ে যান। তার বাবা ঢাকায় দিন মজুরের কাজ করেন। শিশুকাল থেকে তিনি লালন পালনের দায়িত্ব পালন করে আসছেন।

তিনি আরও জানান, ঘটনার দিন কেউ বাড়িতে না থাকায় প্রতিবেশী আব্দুল কুদ্দুছের ছেলে নুরজামাল তাকে ডেকে নিয়ে নিজ বাড়িতে ধর্ষণ করে।

পরে তিনি বাড়িতে গেলে ধর্ষিতা তার ফুফুর কাছে ঘটনা খুলে বললে তিনি তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন ।

হালুয়াঘাট থানার ওসি জাহাঙ্গীর আলম তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় ধর্ষককে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে ৷