হালুয়াঘাটে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থদের অনুদান প্রদান
একুশে জার্নাল
এপ্রিল ০৬ ২০১৮, ২২:৫৩
একুশে জার্নাল,অাবির আবরার: গত ৪ এপ্রিল বুধবার ময়মনসিংহ জেলাধীন হালুয়াঘাট উপজেলার ১০ নং ধুরাইল ইউনিয়নের শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ লোকদের মাঝে জেলা প্রশাসক কর্তৃক প্রদানকৃত জি আর চাল ও নগদ টাকা বিতরণ করা হয় ৷ বিতরণের এই দায়িত্ব পালন করেন স্বয়ং হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন । তিনি বলেন, বুধবার দিনব্যাপী শিলায় ক্ষতিগ্রস্থ ৮৫০ জনকে ২০ কেজি করে চাল ও ২০০ জনকে নগদ ৫০০ টাকা করে অনুদান দেয়া হয়েছে । আরও বরাদ্দের জন্যে আবেদন করা হয়েছে । সেগুলো পাওয়ার পর ক্ষতিগ্রস্থদের মাঝে বন্টন করে দেয়া হবে । চাল ও টাকা বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শহীদুল্লাহ, চেয়ারম্যান ওয়ারিছ উদ্দিন সুমন প্রমুখ ৷
বিএনপি নেতার অনুদান
একই দিন শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ ৯ নং ধারা ও ১০ নং ধুরাইল ইউনিয়নের চাঁদশ্রী, আশ্রমপাড়া, শিমুলতলী, পাবিয়াজুড়ি, ধরাবন্নী গ্রামের শতাধিক পরিবারের মাঝে নগদ টাকা বিতরণ করেন হালুয়াঘাট উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও ওমর ফাউন্ডেশন ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোঃ সালমান ওমর রুবেল । এ সময় তিনি ক্ষতিগ্রস্থ কয়েকটি মসজিদেও অনুদান প্রদান করেন।