হালুয়াঘাটে মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত
একুশে জার্নাল
ডিসেম্বর ১৭ ২০১৮, ০৪:৫৮
আবির আবরার: ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা পরিষদ চত্বরে আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০১৮ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা ও মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷
কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয় ৷ অতঃপর মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা সভায় বক্তারা তাৎপর্যপূর্ণ আলোচনা করেন ৷ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও নির্বাচিত করার আহ্বানও জানান বক্তারা ৷
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব ফারুক আহমেদ খান ৷ বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব মোঃ কবিরুল ইসলাম বেগ, পৌরসভা মেয়র খায়রুল আলম ভুঞা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আনোয়ারুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মনোয়ারা বেগম ৷ এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব জাকির হোসেন ৷
আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা প্রদান করা হয় ৷ সবার হাতে একটি করে রজনীগন্ধা প্রদানের পর দুপুরের খাবার ও পানি সরবরাহ করা হয় ৷ হলুগ খামে ভরে প্রদান করা হয় কিছু টাকা ৷ অতঃপর বিজয় র্যালির মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয় ৷