হালুয়াঘাটে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত

একুশে জার্নাল

একুশে জার্নাল

ডিসেম্বর ১৭ ২০১৮, ১৩:৪১

আবির আবরার: ময়মনসিংহের হালুয়াঘাটে গতকাল মহান বিজয় দিবস উপলক্ষে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্প পরিচালিত হয় ৷ পাশাপাশি বিনামূল্যে ওজন পরিমাপের ব্যবস্থাও ছিল ৷ হালুয়াঘাট আদর্শ উচ্চ বিদ্যালয় ও উপজেলা প্রশাসন চত্বরে আয়োজিত এ ক্যাম্পের অধীনে প্রায় ১হাজার রোগী সেবা গ্রহণ করেন ৷

ক্যাম্পটির উদ্যোক্তা ছিলেন নভো নরডিস্কের মার্কেটিং এক্সিকিউটিভ মো. নূরুল ইসলাম ৷ সহযোগিতা করেছে চেঞ্জিং ডায়াবেটিস ইন চিলড্রেন ৷ আয়োজনে ছিল নিরাপদ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল এন্ড ফ্যামিলি ডেন্টাল কেয়ার ৷

উদ্যোক্তা মো. নূরুল ইসলাম জানান, অনেক দিন ধরেই আমার ইচ্ছা ছিল হালুয়াঘাটে এমন একটি ক্যাম্প আয়োজনের ৷ এবার এটি বাস্তবায়ন করতে পেরে খুব ভালো লাগছে ৷ সহযোগীদের প্রতি আমি ধন্যবাদ জানাই ৷

আয়োজক প্রতিষ্ঠান নিরাপদ ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ জানান, আমাদের এ ক্যাম্পের অধীনে প্রায় ১হাজার রোগী সেবা গ্রহণ করেন ৷ আমাদের প্রতিষ্ঠানে ডায়াবেটিস বিশেষজ্ঞ কয়েকজন ডাক্তার নিয়মিত বসেন ৷ তাদের পরামর্শ ও প্রেসক্রিপশনের ব্যবস্থাও রেখেছিলাম ৷ মানবসেবামূলক এ কাজটি করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত