হালুয়াঘাটে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির লাশ দিতে গড়িমসি
একুশে জার্নাল
জুন ২৫ ২০২০, ০০:৩৪
মুহাঃ মাসুদ রানা, হালুয়াঘাট থেকে: গত ২১ জুন রবিবার ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী যুবক নিহত হয়। কিন্তু চারদিন অতিবাহিত হলেও ময়না তদন্ত শেষ না হওয়ার অজুহাতে আজও লাশ হস্তান্তর করেনি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ তথ্য নিশ্চিত করেছেন গোবরাকুড়া বিজিবি। এ নিয়ে চরম উৎকন্ঠায় দিনাতিপাত করছে নিহতের পরিবার।
জানা যায়, ভারতীয় সীমান্তের দুইশত গজ অভ্যন্তরে নদীর তীরে অবস্থান করায় এক অজ্ঞাত যুবককে গুলি করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এতে সে ঘটনাস্থলেই নিহত হয়।
নিখোঁজ জলিলের ভাই শুক্কুর আলী জানায়, গত রবিবার সন্ধ্যা হতে মানসিক ভারসাম্যহীন আমার ছোট ভাই জলিল (২৬) নিখোঁজ রয়েছে। ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তিই তার ছোট ভাই জলিল।
গতকাল বিকেলে দ্বিপাক্ষিক পতাকা বৈঠক শেষে বিজিবি ও বিএসএফের সিদ্ধান্ত মতে ময়না তদন্ত শেষ করে সনাক্তের মাধ্যমে আজ বুধবার সকাল ১০ টায় লাশ হস্তান্তর প্রক্রিয়া শেষ করার কথা।